দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে অভিষেক, সুপ্রিম-ভর্ৎসনার মুখে ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) ও তাঁর স্ত্রী রুজিরাকে কেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বৃহস্পতিবার, দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibbal) সুপ্রিম কোর্টে সওয়াল করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করলে তাঁরা পূর্ণ সহযোগিতা করবেন। তাঁরা দোষী নন, সাক্ষী। এর আগেও রুজিরাকে কলকাতার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে কোনও সমস্যা হয়নি। সাংসদ অভিষেকের স্থায়ী ঠিকানাও কলকাতা। তাহলে কেন তাঁদের সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না? কোনও প্রশ্নের সদুত্তর না দিতে পেরে ব্যাকফুটে ইডি।

এর প্রেক্ষিতেই একের পর প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। শীর্ষ আদালত প্রশ্ন করে, অভিষেক ও রুজিরাকে কেন বারবার দিল্লিতে ডাকা হচ্ছে? কলকাতায় জিজ্ঞাসাবাদে সমস্যা কোথায়? এক্ষেত্রে ইডি চাইলে পুলিশের সাহায্য নিতে পারে, সে নির্দেশ আদালত দিতে পারে। কিন্তু দিল্লি ডাকা হচ্ছে কেন? সুপ্রিম কোর্টে এই প্রশ্নগুলির কোনও উত্তর দিতে পারেনি ইডি। নাজেহাল হয়ে তারা আদালতে সময় চেয়েছে। ১৭ মে মামলার পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে অভিষেক-রুজিরার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি- নির্দেশ শীর্ষ আদালতের।

 

 

Previous articleসংস্কারের পর নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Next article১০০ ডায়াল করে জরুরি তলব, যুবকের ‘আবদারে’ তাজ্জব পুলিশ