Wednesday, November 12, 2025

অনামিকায় আংটি, বাগদান সারলেন সোনাক্ষী! ইন্সটাগ্রাম পোস্টে জল্পনা

Date:

খুব শীঘ্রই নাকি জীবনে নতুন অধ্যায়ের(New Chapter)সূচনা করতে চলেছেন শত্রুঘ্ন পুত্রী সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)। বলিউডের(Bollywood)গ্ল্যামারস এই অভিনেত্রীকে নিয়ে এমনই গুঞ্জনে মুখর বি-টাউন(B-Town)। সম্প্রতি শোনা যাচ্ছিল মনের মানুষ পেয়ে গেছেন তিনি। আবার হয়ত সানাইয়ের সুর বাজবে বি- টাউনে।এমনটাই ধারণা ছিল সবার। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শত্রুঘ্ন কন্যা।

সোনাক্ষীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এতো জল্পনা-কল্পনা। তাঁর ইনস্টা পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সোনাক্ষী। ছবিতে তাঁর অনামিকার আঙুলে থাকা আংটি নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন বোধহয় বাগদান পর্ব সেরেই ফেললেন শত্রুঘ্ন কন্যা। পোস্টে অবশ্য কিছুই স্পষ্ট করেননি তিনি। বরং লিখেছিলেন,’একটি স্বপ্ন সত্যি হতে চলেছে।’ খুব শীঘ্রই সুখবর দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সোনাক্ষী জানালেন, ব্যক্তিগত জীবনে কোনও নতুন অধ্যায় নয়। নেলপলিশের(NailPolish) ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। ব্র্যান্ডের নাম SOEZ।  তাঁর সেই নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই। ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সোনাক্ষী লেখেন, “আপনাদের অনেক ধন্দে রেখেছি। অনেক ইঙ্গিত দিয়েছিলাম। কোনওটাই মিথ্যে ছিল না। আমার জন্য এটা বড়দিন। কারণ, আমি নতুন ব্র্যান্ড SOEZ শুরু করছি। সুন্দর নখ পেতে সব মেয়ের একটাই ঠিকানা।”

বহুদিন ধরেই স্বপ্ন ছিল সোনাক্ষীর। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল তাঁর। পেশাগত ক্ষেত্রে এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই নয়া উদ্যোগের জন্য শুভকামনায় ভরে গেছে তার ইন্সটাগ্রাম পেজ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ী এবং অনুরাগীরা। পেশাগত ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা জানার পর তাঁর বিয়ের জল্পনায় জল পড়ল এবং কিছুটা হতাশ হলেন অনুরাগীরা। যদিও নিজে বড়ই খুশি হয়েছেন বলিউডই অভিনেত্রী।




Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version