Thursday, May 15, 2025

DYFI: রাত পোহালেই ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলন

Date:

Share post:

রাত পেরলেই ডিওয়াইএফআই-এর (DYFI)সম্মেলন। তাই চূড়ান্ত পর্যায়ে চলছে প্রস্তুতি। ১৩ মে থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই-এর(DYFI) একাদশতম সম্মেলন, চলবে ১৫ মে পর্যন্ত। সল্টলেকের(Saltlake) EZCCতে সেই প্রস্তুতি দেখতে উপস্থিত এখন বিশ্ব বাংলা সংবাদ। এই সম্মেলন উপলক্ষে গোটা সল্টলেক চত্ত্বর সাজিয়ে তোলা হয়েছে সংগঠনের সাদা পতাকা দিয়ে। রাস্তার ধারে ধারে ডিওয়াইএফআই (DYFI)কর্মীদের কাজের টুকরো ছবি, সাথে মেহনতি মানুষের কথা।

১৯৭৭ থেকে ২০১১- টানা চৌত্রিশ বছরের বাম সরকারের আমলের গঠনমূলক কাজের স্মৃতি যেন সল্টলেকের EZCC-এর আনাচে কানাচে। আজ প্রস্তুতি পর্বে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। EZCC চত্বর ঘুরে দেখেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য ,শতরূপ ঘোষ প্রমুখরা। সংগঠনের নাম লেখা রঙিন পতাকা ও বিভিন্ন পোস্টার দিয়ে দিয়ে সাজান হয়েছে সম্মেলন চত্ত্বর। গতকাল সম্মেলন স্থলের পাশে ঐকতান মুক্তাঙ্গন চিত্র প্রদর্শনী হয়েছে। আগামিকাল অর্থাৎ ১৩ মে থেকে সম্মেলন চত্ত্বরে প্রদর্শিত হবে ছবিগুলি। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত(Sudip Sengupta) জানান, ডিওয়াইএফআই-এর একাদশতম এই সম্মেলনে সারা দেশ থেকে মানুষ আসবেন। সবার কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা বোঝাতে নানা রংবেরঙের পোস্টার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের(Left Front Government) সাফল্যের খতিয়ান তুলে ধরার লক্ষ্যে নানা আয়োজন বলে জানান তিনি।

ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের প্রাক্কালে আজ ১২ মে ধর্মতলার রানি রাসমণি এভিনিউতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee),বাম নেতা অভয় মুখোপাধ্যায়(Abhay Mukherjee) সহ ডিওয়াইএফআই-এর কর্মী ও সদস্যরা। দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে, সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে যুব সমাজের সংগ্রামকে আরও তীব্র করার আবেদন জানান হয় আজ সমাবেশ মঞ্চ থেকে।



spot_img

Related articles

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...