Monday, August 25, 2025

DYFI National Convention: প্রকাশ্য সমাবেশে আজ দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক DYFI এর

Date:

দেশ জুড়ে বাড়তে থাকা দুর্নীতির প্রতিবাদে দেশের যুবদের একসঙ্গে লড়াই করতে হবে, নতুন যৌবনের দূত আখ্যা দিয়ে এভাবেই ডিওয়াইএফআই (DYFI) এর তরুণ সদস্যদের, আজ ১২ মে কলকাতার (Kolkata) রানি রাসমনি রোডের প্রকাশ্য সমাবেশ থেকে উদ্বুদ্ধ করলেন বাম নেতৃত্ব।

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সম্মেলন  (DYFI National Convention)। তার ঠিক একদিন আগে এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উপলক্ষে সেজে উঠেছিল কলকাতার রানী রাসমণি এভিনিউ(R R Avenue)। সমাবেশে বক্তব্য পেশ করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায় ও রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমর্থকরা ধর্মতলায়(Esplanade) পৌঁছান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু সমাবেশ শুরু হয়।

আজকের সমাবেশ মঞ্চ থেকে দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দেন বাম নেতৃত্ব। কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করতে, দেশের দুর্নীতি রুখতে বাম কর্মীদের লড়াই করার বার্তা দেন মহম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রত্যেকেই। প্রাকৃতিক দূর্যোগ প্রায় কেটে গেছে, তাই সকলে মিলে এই সর্বভারতীয় সম্মেলনকে সফল করে তোলার অনুরোধ জানান সীতারাম ইয়েচুরি। এই সম্মেলনের গুরুত্ব যুব কর্মীদের কাছে তুলে ধরেন অভয় মুখোপাধ্যায়।রানি রাসমণী এভিনিউ এর সমাবেশের মঞ্চ থেকে বিদ্যুৎ মন্ডলের মা অমলা মন্ডলের হাতে স্মারক তুলে দেন সীতারাম ইয়েচুরি।পাশাপাশি ছাত্রনেতা আনিস খানের বাবা সেলিম খানের হাতে স্মারক তুলে দেন মহম্মদ সেলিম।

১২ মে থেকে কলকাতায় শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন(DYFI National Convention)। ১৫ মে পর্যন্ত সল্টলেকের ইজেডসিসি-তে (EZCC)সম্মেলন চলবে। সারা দেশ থেকে প্রায় ৫০০ প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে বেশকিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সম্মেলন চত্ত্বরে প্রদর্শনী চলবে। সেখানে যেমন স্বাধীনতা আন্দোলনে বাংলার কমিউনিস্টদের ভূমিকার কথা তুলে ধরা হবে, পাশাপাশি করোনা ও আমফান পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ারদের ভূমিকা, বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের শাসনকাল এবং বামফ্রন্ট পরবর্তী সময়ে যুব ফেডারেশনের কর্মকাণ্ডের কথাও বলা হবে। এই সম্মেলনের নেতৃত্বে থাকবেন সংগঠনের প্রাক্তন নেতা ও অভ্যর্থনা কমিটির সম্পাদক পলাশ দাস ও সভাপতি সব্যসাচী চক্রবর্তী।

আরও পড়ুন:কাশীপুরের মৃত বিজেপি যুবনেতার মা ও দাদার বয়ান রেকর্ড করা হল

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version