Sunday, November 23, 2025

১০০ ডায়াল করে জরুরি তলব, যুবকের ‘আবদারে’ তাজ্জব পুলিশ

Date:

Share post:

হঠাৎ পুলিশের কন্ট্রোলরুমে(Control Room) ১০০ ডায়ালে(100 Dial)ফোন।ফোনে পরিষ্কার হলনা বিষয়টা । একেবারে জরুরি তলব করেই পুলিশের কাছে ঠাণ্ডা বিয়ারের(Beer)আবদার করে বসলেন মধু।১০০ ডায়ালে ফোন করা হয় কোনও আপৎকালীন পরিস্থিতিতে। বিপদে- আপদে আইনরক্ষকের ঝটপট সাহায্য পেতে সাধারণ মানুষের জন্য এই নম্বর। কিন্তু মধু যা করলেন তাতে হতভম্ব হয়ে গেছে তেলেঙ্গানার। ভ্যাবাচাকা খেয়ে চটেও গিয়েছেন তাঁরা। মদ্যপ মধুকে দিয়েছেন ঠ্যাঙ্গানি এবং দায়ের করেছেন অভিযোগ।

সোমবার রাত তখন আড়াইটে। ১০০ ডায়ালে ফোন করেছিলেন মধু। কন্ট্রোলরুম থেকে ফোন তুলতেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কোনও বিপদে পড়েছেন? কিছু প্রয়োজন?’কিন্তু বিষয়টি নিয়ে ফোনে কিছুতেই বলতে চাননি তিনি। শুধু বলেছিলেন,খুব জরুরি দরকার। তারপরই ফোনটা কেটে দেন মধু।ফোনটি পেয়ে পুলিশের ধারণা হয় কোন  বড় ধরণের বিপদে পড়েছেন ওই ব্যক্তি। হয়তো ফোনে বলতে পারছেন না। দুই কনস্টেবলকে কন্ট্রোলরুম থেকে ফোন করে বলা হয় তৎক্ষণাৎ দৌলতাবাদে  পৌঁছতে হবে। ফোন পেয়েই দুই কনস্টেবল দ্রুত মধুর বাড়িতে পৌঁছন। ঢুকে তাঁরা হতভম্ব হয়ে যান,দেখেন সবকিছুই স্বাভাবিক,কোথাও কোনও বিপদ,ঝামেলা বা জরুরি অবস্থার চিহ্ন নেই।

পুলিশ তাঁকে জিজ্ঞাসা করে কেন ফোন করেছিলেন? মধু  সুরাপান করে তখন মত্ত। পুলিশের প্রশ্নে মধু আবদার করে বসেন, ‘‘সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। দু’বোতল বিয়ার এনে দেবেন?’’ জরুরি অবস্থাই বটে। কিন্তু হলে কী হবে। রাতবিরেতে এমন বোকা বনে বেজায় চটে গেলেন দুই পুলিশকর্মী। মধুকে বেশ দু’চার ঘা দেন এবং তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন।

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...