তৃণমূল ভবনের নতুন রোস্টার

পুরনো তৃণমূল ভবনে যেমনটা ছিল এবার মেট্রোপলিটনের অস্থায়ী তৃণমূল ভবনেও দলের কোন নেতা – মন্ত্রী কখন বসবেন জানিয়ে দিল দল। প্রায় দিনই সকাল ১১ টা থেকে বসবেন সাংসদ দোলা সেন।


আরও পড়ুন:রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন শ্রীলঙ্কায়

বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত থাকবেন অরূপ বিশ্বাস। যুব নেত্রী সায়নী ঘোষ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত থাকবেন। আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসবেন সকাল ১১ টা থেকে ৩ টে পর্যন্ত। এছাড়াও ফিরহাদ হাকিম, মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাংসদ মালা রায়, প্রাক্তন সাংসদ মনীশ গুপ্ত, কার্তিক বন্দোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিবেক গুপ্ত, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক পার্থ ভৌমিক, সব্যসাচী দত্ত, মলয় মজুমদার, ক্ষেত মজুর সংগঠনের তরফে পূর্ণেন্দু বসু, ওমপ্রকাশ মিশ্র, শিক্ষক সংগঠনের অশোক রুদ্র, সংখ্যা লঘু সেলের হাজি নুরুল ইসলাম, সমীর চক্রবর্তী, মলয় মজুমদার, তাপস মন্ডল, রাজু মন্ডল, সঞ্জয় বক্সী, দেবকুমার মুখোপাধ্যায়রা নতুন তালিকা অনুযায়ী সময় করে তৃণমূল ভবনে উপস্থিত থাকবেন। দলের কর্মীদের সঙ্গে কথা বলবেন।

Previous articleরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন শ্রীলঙ্কায়
Next articleক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে বিচারপতি, অবিলম্বে প্রধান শিক্ষিকাকে সরিয়ে ফেলার নির্দেশ