Friday, November 7, 2025

দেউচা পাচামি প্রকল্প রুখতে টাকার খেলা! ভাইরাল অডিও কথোপকথন ঘিরে চাঞ্চল্য

Date:

দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কাজ রুখতে টাকার খেলা! ভাইরাল হওয়া অডিও কথোপকথনে ফাঁস দেউচা পাচামি কয়লা খনি বিরোধী আন্দোলনের ষড়যন্ত্র। যদিও এই অডিওর( Viral Audio) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে এই অডিও কথোপকথন আদিবাসী (Tribal)আন্দোলনের পিছনে বিজেপির ভূমিকা, বহিরাগতদের ভূমিকা এবং একটা বড় অঙ্কের আর্থিক লেনদেনের কথা শোনা যাচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নেওয়া এবং তা দশ লক্ষ করে বিভিন্ন জনের মধ্যে ভাগ করে নেওয়ার কথা শোনা যাচ্ছে।

আর এতেই স্পষ্ট হচ্ছে বিজেপির (BJP)ঘৃণ্য চক্রান্ত। যেখানে রাজ্য সরকার(Government of West Bengal) নিয়ম মেনেই কেন্দ্র সরকারের অনুমতি নিয়েই কয়লাখনি প্রকল্পের কাজ শুরু করেছে, সেখানে বিজেপির চক্রান্ত বাংলার শিল্পের ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের পক্ষে কতটা বিপদজনক তা স্পষ্ট। সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী (Vikash Roychowdhury) বলেন, একটা ভালো কাজকে আটকাতে এরকম চক্রান্ত হয়ে থাকলে এর থেকে নিন্দনীয় আর কিছু হয় না।

কথোপকথন আদিবাসী ভাষায় হলেও, এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী, কলকাতার প্রসেনজিৎ গুহ এবং এলাকায় আদিবাসী মহাসভার শিবলাল সোরেন-সহ অন্যান্যদের মধ্যে কুড়ি লক্ষ টাকার ভাগ বাটোয়ারার কথা শোনা যাচ্ছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এদিন, জগন্নাথ টুডু ও গণেশ সোরেনরাই বিজেপিকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

আর্থিক লেনদেনের অডিও রেকর্ডে ভাইরাল হতেই দ্বিধা বিভক্ত মহাসভা। আদিবাসীরা বিজেপির হাতে তামাক সাজা একদমই পছন্দ করছেন না। তাই মহাসভার দুই শীর্ষ নেতা শিবলাল সোরেন এবং রতন কিস্কুর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।



Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version