Sunday, November 16, 2025

পরিবারের একজনকেই টিকিট, ৫ বছরের বেশি পদ নয়: নয়া নিয়মের পথে কংগ্রেস

Date:

সময় যত গড়াচ্ছে দলের অবস্থা ততই শোচনীয় হয়ে উঠছে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলকে ঘুরে দাঁড় করাতে এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল হাত শিবির(Congress)। দলে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে যুবসমাজকে সামনে আনতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কংগ্রেসে পরিবারতন্ত্রের দোষ নতুন নয়। কংগ্রেসের এই পরিবারতন্ত্রকে দুষেই রাজনীতির ময়দানে সাফল্য তুলছে বিজেপি। এই পরিস্থিতিতে বদনাম ঘোঁচাতে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে দলে পরিবারের একজনকেই টিকিট দেওয়া হবে। বাবা সাংসদ-ছেলে বিধায়ক এই নীতি আর চলবে না। শুক্রবার কংগ্রেসের চিন্তন শিবির শুরুর ঠিক আগে আগে দলের অন্যতম সাধারণ সম্পাদক অজয় মাকেন জানিয়েছেন, এক পরিবার এক টিকিট নীতিতে মোটামুটি সবাই একমত। এই নীতি থেকে শুধু গান্ধী পরিবারকে (Gandhi Family) বাদ রাখা হবে। কংগ্রেস সূত্রের খবর, এক পরিবারের একাধিক সদস্য তো টিকিট পাবেনই না। কোনও নেতার আত্মীয়কে টিকিট পেতে হলেও তাঁকে অন্তত পাঁচ বছর কংগ্রেসের হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন:Railway Update:জেনে নিন হাওড়া ব্যান্ডেল শাখার কোন কোন ট্রেন বাতিল

কংগ্রেস সুত্রে খবর, দলে বৃদ্ধ নেতাদের দাপটে যুবনেতারা রীতিমত বীতশ্রদ্ধ। যার জেরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশোক তানওয়ার, জিতিন প্রসাদের মতো নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে বদল আনতে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল হাত শিবির। জানা গিয়েছে, এখন থেকে দলে কোনও পদাধিকারী ৫ বছরের বেশি পদে থাকতে পারবেন না। প্রয়োজনে ৩ বছরের কুলিং অফ পিরিয়ডও চালু করা হতে পারে। আরও তাৎপর্যপূর্ণভাবে দলের সব কমিটিতে অন্তত ৫০ শতাংশ সদস্যের বয়স পঞ্চাশের নিচে রাখার প্রস্তাব গ্রহণ করেছে হাত শিবির। উল্লেখ্য, সমালোচনায় বিদ্ধ কংগ্রেস শাসকদলকে টেক্কা দিতে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করতে উদ্যোগী হয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু তা বাস্তবায়িত করতে গিয়ে পদে পদে ধাক্কা খেতে হচ্ছে দলকে। এই অবস্থায় নয়া নীতি চালু করতে চাইলেও তা রীতিমত চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।




Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version