Saturday, August 23, 2025

দৈনিক ২০লক্ষ বক্স: ২ মাসে বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড রাজ্যে

Date:

Share post:

গত দু’মাসে রাজ্যে বিয়ার(Beer) বিক্রি হয়েছে ২০ লক্ষ বাক্স(Box)।বিয়ার বিক্রিতে রাজ্যের সর্বকালীন রেকর্ড(Record) এটি। আবগারি দফতরের আধিকারিকদের দাবি, গত ৪ বছরে বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি। সাধারণত গরমের দিনে ১০ লক্ষ করে বিয়ারের বাক্স বিক্রি হয় রাজ্যে। এবারে দিনে ২০ লক্ষ করে  বিয়ারের বাক্স বিক্রি হয়েছে। ফলে গত দু’মাসে বিয়ার বিক্রি করে রাজ্যের আয় হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি।

প্রবল গরমের জন্যই রাজ্যে বিয়ারের এত বিক্রি বলেই মনে করছে আবগারি দফতরের আধিকারিকরা। সম্প্রতি রাজ্যের বিয়ার সংকট তৈরি হয়েছিল। তবে সেই সংকট কিছুটা হলেও মিটেছে। যদিও এখনও রাজ্যে চাহিদা অনুযায়ী জোগান পর্যাপ্ত নয়।

দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে।যোগানের তুলনায় অধিক চাহিদা জেরেই একাধিক ব্র্যান্ডের বিয়ার প্রস্তুতকারক সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিটের এক্সপানশন করার কথা ভাবছে। প্রস্তুতকারক প্রতিটি বিয়ার সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিট বর্তমানে এই রাজ্যে হয়েছে। সম্প্রতি এপ্রিল মাসেও একটি সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে।

২০২২-২৩ আর্থিক বর্ষের শুরুতেই বিপুল রোজগারের পথে রাজ্য আবগারি দফতর। এই হারে বিয়ার বিক্রি হতে থাকলে বিয়ার বিক্রি পুরো অর্থবর্ষ জুড়ে বিপুল আয়ের পথ দেখাবে রাজ্যকে, তেমনটাই আশা আবগারি দফতরের।

আরও পড়ুন:নিশ্চিত পরাজয়ের আশঙ্কা, পাহাড়ে GTA নির্বাচন না করানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুংয়ের

 

 

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...