Thursday, August 28, 2025

দলীয় অন্তর্কলহের মধ্যেই ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা

Date:

আচমকা বিপ্লব দেবের ইস্তফা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হল বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মানিক সাহার। তাঁকে নিয়ে রাজভবনে যান সদ্য প্রাক্তন হওয়া বিপ্লব দেব। তবে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নামে চূড়ান্ত সিলমোহর দেওয়ার আগে নাটকীয় ঘটনা ঘটে। মানিক সাহার নাম নিয়ে প্রবল আপত্তি জানায় ত্রিপুরা বিজেপির একাংশ। মুখ্যমন্ত্রী হিসেবে মানিকের নাম সবচেয়ে বেশি আপত্তি জানান রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের মধ্যেই প্রবল উত্তেজনা ছড়ায়। আড়াআড়ি বিভাজন দেখা যায় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে।

যদিও দিল্লির নির্দেশেই শেষপর্যন্ত মানিক সাহাকেই নতুন মুখ্যমন্ত্রী করা হল। এই মানিক সাহা আবার বিপ্লব দেব ঘনিষ্ঠ বলেই ত্রিপুরা রাজ্য রাজনীতি পরিচিত। বিপ্লব দেবের হাত ধরেই মানিক সাহার রাজনীতিতে প্রবেশ। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে নাম উঠে এসেছিল সাংসদ প্রতিমা ভৌমিক এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নামও। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে মানিক সাহা হলেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী।

এদিকে শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠক। এবং তারপরই শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা ইস্তফা দেন বিপ্লব দেব। জানা গিয়েছে, অমিত শাহের নির্দেশেই ইস্তফা দেন বিপ্লব। তবে বিধানসভা নির্বাচনের মাত্র ১০ মাস আগে এভাবে বিপ্লব দেবের ইস্তফা কিন্তু রাজনৈতিক মহলে প্রবল জল্পনা তৈরি করেছে। কোনও কোনও অংশ থেকে মনে করা হচ্ছে, বিপ্লব দেব মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে থাকলে বিধানসভার আগে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল হত ত্রিপুরায়। সেটা হতে দিতে চায়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে, ত্রিপুরার যে অংশ সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস, সেই পূর্ব ত্রিপুরারই জনপ্রিয় নেতা বলে পরিচিত স্বচ্ছ ভাবমূর্তির মানিক সাহাকেই মুখ্যমন্ত্রী পদে বসিয়ে মাস্টারস্ট্রোক দিতে চাইলে বিজেপি।

আরও পড়ুন- রোজ ভোরে উধাও কয়েক লক্ষ টাকার পাইপ ! পুরকর্মীর তৎপরতায় ধৃত পাঁচ

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version