Thursday, August 28, 2025

দিল্লির অগ্নিকাণ্ডে নয়া তথ্য, গ্রেফতার বিল্ডিংয়ের মালিক

Date:

পশ্চিম দিল্লির অগ্নিকাণ্ডের(DelhiFire) ঘটনায় গ্রেফতার(Arrest) হল সেই বিল্ডিংয়ের মালিককে। আগুন লাগার সময় অভিযুক্ত মালিক মনীশ লাকরা ও তাঁর পরিবারও ওই বিল্ডিংয়েই ছিল তারপরেই একটি ক্রেনের সাহায্যে বাইরে আসে এবং পালিয়ে যায় অভিযুক্ত । রবিবার গ্রেফতার হল সে।

এর পাশাপাশি জানা গেল আরও এক চমকপ্রদ, মর্মান্তিক তথ্য দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের চারতলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন যে ২৭ জন তার মধ্যে ২১ জনই মহিলা।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১২ জন নিখোঁজ ২৯ জন। দ্বিতীয় তলায় মিলেছে বেশ কিছু পোড়া দেহাংশ। জানা গিয়েছে,করোনা অতিমারীতে (Corona Pandemic)কাজ হারিয়েছিলেন অনেকেই। তাই সংসার চালাতে বহু বাড়ির মহিলারা এই বিল্ডিংয়ের অফিসে কাজ নিয়েছিলেন। এই কাজই ডেকে নিয়ে এল মৃত্যু। এঁদের মধ্যে এখনও পর্যন্ত ৮ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর যে ২৯ জন এখনও নিখোঁজ, তাঁদের মধ্যে ২৪ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের খুঁজতে চলছে তল্লাশি। ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না। এমনকী দমকলের তরফে ফিট সার্টিফিকেটও ছিল না। তা সত্ত্বেও কীভাবে এতগুলি অফিস সেখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর  বাবার

জানা গিয়েছে, বিল্ডিংয়ের তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের যে অনুষ্ঠান চলছিল, তার বক্তা কৈলাশ জয়নী ও তাঁর ছেলে অমন জয়নীও অগ্নিকাণ্ডে প্রাণ হারান। ময়নাতদন্ত করে প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version