Wednesday, May 7, 2025

সিপিআইএমের (CPIM) যুব সংগঠন DYFI-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের শেষে সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিতে একঝাঁক নতুন মুখ। এদিন রবিবার সল্টলেকের ইজেডসিসি (EZCC) তে সম্মেলন থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন বাংলার যুবকর্মী হিমঘ্নরাজ ভট্টাচার্য (Himaghnaraj Bhattacharya) ও সভাপতি হলেন কেরলের এ এ রহিম (AA Rahim)। সম্মেলনের শেষ পর্যায়ে যদিও একটি বিষয় পরিষ্কার যে আলিমুদ্দিন এখনও কম যায় না। অর্থাৎ দলের যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে হওয়ায় উচ্ছসিত রাজ্য সিপিআইএমের। হিমঘ্নরাজ ভট্টাচার্য এর আগে দক্ষিণ ২৪ পরগণার ডিওয়াইএফআই-এর সম্পাদক ছিলেন এবং সেই সময় থেকেই তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে জানা যায়।

একাদশতম এই সম্মেলন থেকে উঠে এসেছে সকলের জন্য শিক্ষা প্রদানের কথা। একই সাথে বলা হয়েছে সাম্প্রদায়িক হানাহানি রুখতে যেকোন পর্যায়ে আন্দোলনে যেতে পারে ডিওয়াইএফআই এবং মোদি সরকারের কর্মসংস্থানহীনতার কথাও উল্লেখ করে দেশব্যাপী যুব আন্দোলনের কথা বলা হয়েছে এই সম্মেলনে।

তবে ডিওয়াইএফআই-এর এই সম্মেলন থেকে একটা জিনিস পরিষ্কার, CPIM-র মতো তারাও বৃদ্ধতন্ত্রকে গুরুত্ব দিতে নারাজ। যুব সংগঠন হল যুবক-যুবতীদের। তাই সংগঠনের অভ্যন্তরে থাকা ব্যক্তিদের বয়সের সীমা ৩৮ বাঁধা হয়েছিল, আর সেই নিয়ম মেনেই অভয় মুখোপাধ্যায়কে বিদায় দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল হিমঘ্নকে। যদিও সভাপতি পদে পূর্ববর্তী এ এ রহিম-ই রইলেন। বঙ্গ সিপিএমের নেতৃত্বরা যদিও বলছেন ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক পদে বাংলার প্রভাব প্রায় আটের দশক থেকে। সংগঠনের জন্মলগ্ন থেকে কখনও হান্নান মোল্লা আবার কখনও মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরাও সামলেছেন এই পদ। এবারের সম্মেলনেও সেই রীতিই বজায় থাকল।

আরও পড়ুন- কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version