নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। প্রায় ৭০ রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ী। আততায়ীর পরিচয় এখনও পাওয়া যায়নি। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। তবে নিহতদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ। তাই আততায়ী বর্ণবিদ্বেষের কারণেও এমনটা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, সুপার মার্কেটে ঢুকে গুলি চালানোর আগে পার্কিং লটেই আরো তিন জনকে গুলি করে খুন করে ওই বন্দুকধারী। যে ১০ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১ জন সুপার মার্কেটের গার্ড । ৯ জন ক্রেতার মৃত্যু হয়েছে। ।
newyork-shoot out : নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুকবাজের হামলা, হত ১০
Date:
Share post: