Thursday, November 13, 2025

বিজেপি-র মোকাবিলায় কংগ্রেসই! চিন্তন বৈঠকে মন্তব্য রাহুলের, ফুৎকারে ওড়াল তৃণমূল

Date:

কংগ্রেসের চিন্তন বৈঠক। আর সেখানে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এক কল্পনার জাল বুনলেন তিনি। তাঁর দাবি, দেশে বিজেপি-র মোকাবিলা করতে পারে কংগ্রেস। কিন্তু রাহুলের দাবি ফুৎকারে উড়িয়ে দিলেন সৌগত রায়। একই সঙ্গে রাহুল গান্ধীর মতে, আঞ্চলিক দলগুলির নাকি কোনও মতাদর্শ নেই। এর উত্তরে তাঁকে ধুয়ে দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)।

 

 

দেশের সব নির্বাচনে ভরাডুবি। নিজেদের গড় বলে দাবি করা উত্তপ প্রদেশ হাতছাড়া। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চিন্তন বৈঠকে রাহুল গান্ধী বলেন, দেশে বিজেপিকে মোকাবিলা করতে পারে কংগ্রেস। কারণ, আঞ্চলিক দলগুলির মতাদর্শ নেই।

 

 

কিন্তু প্রশ্ন হল, যদি আঞ্চলিক দলগুলি শক্তিশালী নাই হয়, তাহলে বিভিন্ন রাজ্য কীভাবে তারা রাজ করছে। আর সেই সব রাজ্যে কংগ্রেস কেই সাইনবোর্ডে পরিণত হয়েছে! বাংলা তৃণমূল, দিল্লি-পঞ্জাবে আপ, মহারাষ্ট্রে শিবসেনা-সহ বিভিন্ন জায়গায় আঞ্চলিকদল রয়েছে শাসনে। আর সেখানে কংগ্রেসের অবস্থা শোচনীয়। সারা দেশের নিরিখে কংগ্রেসের এমন হাল, যে লোকসভায় বিরোধীদল নেতা দিতে পারে না। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় তোপ দেগে বলেন, আঞ্চলিক দলগুলি প্রাসঙ্গিক না হলে ক্ষমতায় রয়েছে কী করে। রাহুলের কথার কোনও বাস্তব ভিত্তি নেই।

 

রাজনৈতির মহলের মতে, বাস্তবের সঙ্গে যোগ নেই কংগ্রেস নেতার। চিন্তন বৈঠকে কথার কথা বলার মতোই ফুঁ দিয়ে কংগ্রেসের ফানুস ফোলাতে চাইছেন তিনি। তবে, বাস্তবের চিত্রটা একেবারেই আলাদা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version