Thursday, November 13, 2025

পবিত্র বুদ্ধপূর্ণিমায় একদিনের নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

বুদ্ধপূর্ণিমার(Budha purnima) প্রবিত্র দিনে একদিনের নেপাল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে পঞ্চমবারের জন্য নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সোমবার নেপালের লুম্বিনিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ঘুরে দেখবেন বুদ্ধদেবের জন্মস্থান। এদিন প্রধানমন্ত্রী জানান, নেপালের(Nepal) প্রধামন্ত্রী শের বাহাদুর দেউবার আমন্ত্রণে নেপাল সফরে যাচ্ছেন তিনি। দুই দেশের সম্পর্ক আরও সুন্দর ও দৃঢ় করে তোলাই এই সফরের উদ্দেশ্য।

নেপালের লুম্বিনিতে জন্মগ্রহন করেছিলেন গৌতম বুদ্ধ। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নেপাল সরকার। আর সেই অনুষ্ঠানে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থরও স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মায়াদেবী মন্দিরে পূজার্চনায় অংশ নিতে তিনি আগ্রহী। গৌতম বুদ্ধের পবিত্র এই জন্মস্থানে লক্ষ লক্ষ ভারতীয়ের মত শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বলেও জানিয়েছেন।

আরও পড়ুন:বউবাজারের শুরু বাড়ি ভাঙার কাজ, মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভ বাসিন্দাদের

পাশাপাশি জানা গিয়েছে, সোমবার সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পর কুশীনগর থেকে হেলিকপ্টারে নেপালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিকে রাজনৈতিক মহলের দাবি, চিনা আহ্রাসনের জেরে বিগত কয়েকবছর ধরে নেপালের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। এবার বৌদ্ধ সংস্কৃতির উপর ভিত্তি করে সেই সম্পর্ক জোয়ার আনতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version