Tuesday, November 4, 2025

আনিস খানের মৃত্যুরহস্যে সিটের তদন্তেই আস্থা রাখল হাই কোর্ট।এদিনের শুনানিতে বিচারপতি সাফ জানান, খুন বা আত্মহত্যা হয়নি আনিস খানের। তবে আইন মেনে পুলিশি তল্লাশি চালানো হয়নি আনিসের বাড়িতে।

আরও পড়ুন:১০০ দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র: তোপ দেগে উপায় জানালেন মুখ্যমন্ত্রী


মঙ্গলবার আনিস খান মৃত্যুরহস্য মামলার শুনানি ছিল। এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, আত্মহত্যা করেননি ছাত্রনেতা আনিস খান। খুনও করা হয়নি তাঁকে। এমনকী খুনের জন্য পুলিশের কোনও মোটিভ ছিল না। আনিসকে ব্যক্তিগতভাবেও কেউ চিনতেন না। তবে আনিস খানের বিরুদ্ধে পকসো মামলা থাকায় ঘটনার দিন তাঁকে গ্রেফতার করতে যায় পুলিশ। সম্ভবত তখনই পালাতে যায় আনিস। তখনই দুর্ঘটনার ঘটে।

তবে এর পাশাপাশি এদিন হাইকোর্ট এজি জানান, তল্লাশির ক্ষেত্রে পুলিশকে যা নিয়ম মানতে হয়, এক্ষেত্রে তা মানা হয়নি। ফলে ওই তল্লাশির ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির কথাও বলেন তিনি। ঘটনায় অ্যাডিশনাল এসপিকে প্রশ্নের মুখেও পড়তে হবে বলে হাইকোর্টে জানান অ্যাডভোকেট জেনারেল।

মাস চারেক আগে আমতা থানা এলাকার বাসিন্দা আনিস খানের বাড়িতে হানা দিয়েছিল পুলিশের পোশাক পরা কয়েকজন। আনিসের সঙ্গে কথোপকথন চলাকালীন ছাদ থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে। মৃত্যু হয় আনিস খানের। তারপর থেকেই মৃত্যুরহস্যের জট খোলার দাবিতে উত্তাল হয়ে ওঠে আনিসের বাবা সালাম খান।ঘটনার তদন্তে প্রথম থেকেই সিট গঠন করে রাজ্য সরকার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version