আন্দামানে বর্ষা , বঙ্গে কবে থেকে বৃষ্টি?

হুড়মুড়িয়ে আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা । বঙ্গে না-এলেও আপাতত বাংলায় নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টিপাত শুরু হবে মনে করছেন আবহবিদেরা। তাতে গ্রীষ্মের শেষ লগ্নে দহনের দাপট থেকে খানিকটা হলেও মুক্তি পাবে বঙ্গবাসী।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েক উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী দিন দুয়েক গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহেও।

সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র রেশ ধরেই বঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে।
মৌসম ভবন সোমবার জানিয়েছে, সময়ের আগেই হাজির হয়ে বর্ষা এ দিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশির ভাগ এলাকাতেই ছড়িয়ে পড়েছে। আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা মৌসুমি বায়ুর আওতায় চলে আসবে। তবে বর্ষার এই শাখা মূল ভারতীয় ভূখণ্ডে সরাসরি ঢোকে না। তার ফলে বর্ষা আপাতত বঙ্গে আসছে না। বর্ষার যে-শাখাটি বাংলায় আসে, তা এ দেশে ঢোকে কেরল দিয়ে। নির্ঘণ্ট অনুযায়ী কেরলে বর্ষা ঢোকার কথা ১ জুন। তবে মৌসম ভবনের খবর, কেরলে এ বার বর্ষা ঢুকতে পারে ২৭ মে নাগাদ।বঙ্গে বর্ষা পৌঁছনোর স্বাভাবিক তারিখ ১০ জুন।

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleসবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য