Wednesday, November 12, 2025

সারাদিন অস্বস্তিকর গরমে (Sultry weather)নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রোদের দাপট সেভাবে না থাকলেও মেঘলা আকাশে গুমোট আবহাওয়ায় হাঁসফাঁস করা অবস্থা সবার। তাহলে কি বৃষ্টি(Rain) আসছে এই সন্ধ্যাতেই? হাওড়া অফিসের(Weather department) রিপোর্ট বলছে আজ মঙ্গলবার সন্ধ্যা বেলায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের (South Bengal)বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া(Windy) বইতে পারে বলেই মনে করা হচ্ছে।

সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র রেশ ধরেই বঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে সময়ের আগেই হাজিরা দেওয়ার লক্ষ্যে বর্ষা এ দিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশির ভাগ এলাকাতেই ছড়িয়ে পড়েছে। আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা মৌসুমি বায়ুর আওতায় চলে আসবে। এর ফলে চার মাসের বর্ষাকালের সূচনা হতে চলেছে ৷ আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে খাঁড়ির কিছু এলাকায়, পুরো আন্দামান সাগর, আর আন্দামান দ্বীপসমূহ এবং পূর্ব মধ্য বাংলার খাঁড়ির কিছু এলাকায় এগোনর পরিস্থিতি অনুকূল৷ এর মাঝেই সকাল থেকেই বেড়েছে অস্বস্তি। একটানা চড়া রোদ না থাকলেও গুমোট গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া রয়েছে সকাল থেকে। সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে দু এক পশলা বৃষ্টি হয়েছে, যার জেরে হালকা ঝোড়ো হাওয়া বয়েছে শহর কলকাতায়। মঙ্গলবারও সন্ধ্যাবেলায় ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পরিস্থিতি জারি রয়েছে ৷ তবে সেক্ষেত্রে ভারি বর্ষণের সম্ভাবনা খুব একটা নেই। দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আইএমডি (IMD)জানিয়েছে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের চারপাশে এলাকায় নিচু স্তরে দক্ষিণ পশ্চিম হাওয়া মজবুত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে ৷



Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version