করোনার মাঝেই দোসর সোয়াইন ফ্লু! কলকাতায় আক্রান্ত ১

করোনার জেরে জেরবার গোটা বিশ্ব।তারইমধ্যে দোসর সোয়াইন ফ্লু। এবার কলকাতায় আক্রান্ত হলেন এক মহিলা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সত্তরোর্ধ্ব ওই মহিলার। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।


আরও পড়ুন:পল্লবী মৃত্যুরহস্য: আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরনো প্রেমিকাও


জানা গিয়েছে সংক্রামিত ওই মহিলার বাড়ি হাওড়ায়। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তাঁর হৃদস্পন্দন যথেষ্ট বেশি ছিল। সঙ্গে ২ ফুসফুসেই সংক্রমণ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক পরীক্ষার পর তাঁর দেহে সোয়াইন ফ্লু থাবা বসিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। যদিও ওই মহিলার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানানো হয়েছে। আপাতত তাঁকে বাই-প্যাপ সাপোর্টে রাখা হয়েছে।




গত বছর জুন মাসে সোয়াইন ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। ৩ জনের আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবারেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।