Monday, August 25, 2025

শুরু হল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের ( 75th Cannes Film Festival)প্রথমদিনেই নজর কাড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। রেট্রো লুকে (Retro look) ক্যামেরাবন্দি হলেন দীপিকা, নজর কাড়লেন প্রত্যেকের।

১৭ মে থেকে শুরু হয়েছে বিশ্বের সিনে প্রেমীদের অন্যতম প্রিয় কান চলচ্চিত্র উৎসব। বলি থেকে হলি বিশ্বের খ্যাতনামা অভিনেত্রীরা এই উৎসবের আমন্ত্রণ পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। এবারের আকর্ষণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এর আগে তিনি অতিথি হিসেবে এই উৎসবের অঙ্গ হয়েছেন বহুবার। কিন্তু এই বছরটা আলাদা। এবার বিচারকের আসনে থাকছেন অভিনেত্রী।

৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। সোমবার ছিল চলচ্চিত্র উৎসবের জ্যুরি ডিনার। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukhopadhyay) ডিজাইন করা কালো ও সোনালি রঙের ডোরাকাটা চুমকির নকশা করা শাড়িতে মোহময়ী দীপিকা তাক লাগালেন কান উৎসবে। ব্রালেটের সঙ্গে সেই শাড়ির মেলবন্ধন যেন আরও সুন্দরী করে তুলেছে বলি ডিভাকে। বান হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড, কানে সব্যসাচীর নকশা করা ভারী দুল – এক ঝলক দেখলেই যেন ফ্ল্যাশব্যাকে রেট্রো ঘরানায় ফিরে যেতে হয়। সব্যসাচীও নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই রেট্রো লুকের ছবিটি পোস্ট করেন। ২৮ মে পর্যন্ত চলবে এই চলচিত্র উৎসব। এবারে একের পর এক চমক দিয়েছেন দীপিকা তাঁর সাজসজ্জায়। জ্যুরি ডিনারে মাল্টিকালার সিকোয়েন্স ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী। একদিকে তাঁর ক্যাজুয়াল লুক ভাইরাল অন্যদিকে আবার দীপিকাকে ভারতীয় পোশাকে কান চলচ্চিত্র উৎসবে দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version