Sunday, August 24, 2025

আয় বৈষম্য: শহরাঞ্চলেও ১০০ দিনের কাজের সুপারিশ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের

Date:

দেশের অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। ভয়াবহ এই পরিস্থিতিতে কিছুটা সাম্য ফেরাতে গ্রামাঞ্চলের মতো শহরাঞ্চলেও বেকারদের জন্য নিশ্চিত রোজগারের (Urban Job Guarantee Scheme) বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি(PM economic advisory committee)। এই কমিটির সুপারিশ আর্থিক অসাম্য কমাতে সামাজিক ক্ষেত্রে আরও বেশি অর্থ বরাদ্দ করা উচিত সরকারের। গ্রামের মতো শহরেও চালু হোক একশো দিনের কাজের প্রকল্প।

সম্প্রতি ভারতীয়দের আয় বৈষম্যের এক করুণ রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ৯০ শতাংশ ভারতীয়র মাসিক আয় ২৫ হাজার টাকার নিচে। ভারতে মোট যে পরিমাণ বেতন দেওয়া হয় তার ৩৫ শতাংশই যায় সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের পকেটে। সবচেয়ে কম বেতনে কর্মরত ১০ শতাংশ মানুষ দেশে মোট প্রদেয় বেতনের মাত্র ১.৭ শতাংশ রোজগার করেন। ‘দ্য স্টেট অব ইনইক্যুয়ালিটি ইন ইন্ডিয়া’ নামের ওই রিপোর্টে আর্থিক বৈষম্যের এই ছবি প্রকাশ্যে আসার পর তা শোধরাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। আর সেই লক্ষ্যে শহরাঞ্চলেও ১০০ দিনের কাজ চালু করার পরামর্শ দেওয়া হল। শুধু তাই নয় আয় বৈষম্য কমাতে প্রয়োজনে সরকারের তরফে ন্যূনতম ভাতা দেওয়ারও পরামর্শ দিয়েছে এই কমিটি।

আরও পড়ুন:নতুন নজির, ভারতের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক পাইলট মৈত্রী প্যাটেল

উল্লেখ্য, একটা সময় গ্রামাঞ্চলে ন্যূনতম আয় নিশ্চিত করতে ইউপিএ সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পকে মাটি খোঁড়া প্রকল্প বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদি। তবে লকডাউন এর সময় এই প্রকল্পই সরকারের অন্যতম অস্ত্র হয়ে ওঠে। এর মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের আয়ের ব্যবস্থা করেছিল সরকার। এই প্রকল্পকে হাতিয়ার করেই পৌঁছে গিয়েছিল সাহায্য। এবার আর্থিক বৈষম্য কাটাতেও ইউপিএ সরকারের এই প্রকল্প শহরাঞ্চলে লাগু করার পরামর্শ দিল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version