Monday, August 25, 2025

দফায় দফায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল(Anubrata mandal)। জানা গিয়েছে, ফের বুকে ব্যথার সমস্যার জন্য এদিন এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) জরুরী বিভাগে যান তৃণমূলের(TMC) বীরভূম জেলা সভাপতি। সেখানে কিছু রুটিন চেকআপের পর অনুব্রতকে উডবার্ণ ব্লকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের ১৬ তলায় সকাল ১০টা ১০ থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রত জন্য ৭ পাতায় ৩৬ টি প্রশ্ন আগে থেকে প্রস্তুত করে রেখেছিলেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসের ১৬ তলায় তাঁকে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ১৫ তলা এনে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে দিকে রওনা দেন অসুস্থ অনুব্রত।

আরও পড়ুন:পরেশ অধিকারীকে ৩টের মধ্যে সিবিআই দফতরে হাজিরার  নির্দেশ

উল্লেখ্য, গরু পাচার মামলায় এর আগে মোট ছয়বার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে প্রতিবারই অসুস্থতাসহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। মাঝে দীর্ঘদিন এসএসকেএমের উডবার্ণ ওয়ার্ডেও ভর্তি হন তিনি। সব শেষে গত বুধবার আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বীরভূমের এই তৃণমূল নেতা।




Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version