Monday, January 12, 2026

‘মাওবাদী’ গুজবে শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করলে কড়া পদক্ষেপ: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“ঝাড়গ্রামকে শান্ত করেছি। আগামী দিনে কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না।“ বুধবারের পরে, বৃহস্পতিবার মাওবাদী প্রসঙ্গ কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ঝাড়গ্রামে (Jhargram) কর্মিসভায় মমতা বলেন, এখানে মাওবাদী নেই। যদি কেউ আতঙ্ক ছড়াতে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট বার্তা দেন মমতা।

এদিন, কর্মিসভায় তিল ধারণের জায়গা ছিল না। তৃণমূল নেত্রীর কথা শুনতে বহু মানুষের ভিড় করেন। সভাস্থলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরার পর অতিরিক্ত ডিম উৎপাদনের জন্য ঝাড়গ্রামের স্বসহায়ক দলের সদস্যদের অভিনন্দন জানান। বলেন, চাহিদা আছে। ভাল বাজার আছে। ডিমের উৎপাদন আরো বাড়াতে হবে। তাঁকে যে পাথরের জিনিসপত্র উপহার দেওয়া হয়েছে তার ভাল বাজারমূল্য রয়েছে বলেও জানান তিনি। সাবুই ঘাস থেকে নানা ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। ঝাড়গ্রামকে শান্ত ঝাড়গ্রাম গড়ে তোলা হয়েছে। আগামী দিন কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য না করেন। যদি কেউ ভয় দেখায়, আর ‘মাওবাদী মাওবাদী’ বলে মিথ্যা কথা প্রচার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এখানে মাওবাদী নেই। যাঁরা মাওবাদী ছিলেন তাঁরা এখন কাজ করেন। পুলিশে যোগ দিয়েছেন। প্রায় এক হাজারের ছেলেমেয়েদের হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য। “৩০হাজার যাঁরা মাওবাদী করত। আত্মসমর্পণ করেছে। তাঁদের কথা বলছি। আরো যাঁরা মাওবাদীদের হাতে মারা গেছে তাঁদের ৫৫৬টি পরিবারের সদস্যদের আমরা চাকরি দিয়েছি। গতকালও আমি ৩৫জনের হাতে চাকরির নিয়োগপত্র দিয়েছি।“ এদিন সভায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জোৎস্না টুডু, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন প্রমুখ-সহ অন্যান্যরা।




spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...