বিমানবন্দর থেকে সরাসরি নিজাম প্যালেসে পরেশ, শুরু জিজ্ঞাসাবাদ

আদালতের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে নামতেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে নিজাম প্যালেসের দিকে রওনা দিল বিধাননগর কমিশনারেট। সিবিআই সূত্রে জানা গিয়েছে মন্ত্রী-কন্যা অঙ্কিতার চাকরিতে নিয়োগ নিয়ে  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মেয়ের জন্য তিনি কতটা প্রভাব খাটিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন করা হতে পারে তাঁকে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশচন্দ্র অধিকারীর। কিন্তু  তিনি কোচবিহারে আছেন,  কোচবিহার থেকে কলকাতা এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয় বলে আদালতে ই-মেল করেন মন্ত্রীর আইনজীবী। আরো সময় চান তাঁরা। কিন্তু ওই জবাবে আদালত সন্তুষ্ট না হওয়ায় মন্ত্রীর তরফে ফের জানানো হয় যে কলকাতার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন পরেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতায় আসবেন। এদিকে আদালতের নির্দেশ অমান্য করায় পরেশ এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করে সিবিআই।  যদিও বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পরেশের সঙ্গে মেয়ে অঙ্কিতা আর আসেননি।

 

Previous articleহলিউডে পা রাখছেন আলিয়া,যাত্রার মূহুর্তে ভয়-ভাবনায় চেয়ে নিলেন শুভেচ্ছা
Next articleঅধিকারীদের মামলায় আপাতত স্বস্তি কুণালের