Friday, August 22, 2025

টলি অভিনেত্রী পল্লবী দে’র(Pallavi Dey) রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে(Sagnik Chakraborty) গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ(Garfa police station)। সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরূপ ও খুনের অভিযোগ এনেছিল পল্লবীর পরিবার। এরপর সাগ্নিক চক্রবর্তীকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত(Alipur Court)।

তবে পোষ্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, হত্যা নয়, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। এবার লালবাজার সূত্রে খবর, রাজারহাটের ফ্ল্যাট কেনার জন্য পল্লবীর তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা লেনদেন হয়নি। অভিনেত্রীর নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যই খতিয়ে দেখেছেন গড়ফা থানার পুলিশ। সেখানে শেষ ৬ মাসে পল্লবীর কোনও অ্যাকাউন্টেই মোটা টাকা লেনদেনের প্রমাণ মেলেনি। অথচ, পল্লবীর বাবা নীলু দে পুলিশকে জানিয়েছিলেন, পল্লবীর নামে থাকা তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৫৭ লক্ষ টাকা নিয়েছে সাগ্নিক। সেই টাকায় রাজারহাটে ফ্ল্যাট কিনেছেন সাগ্নিকের বাবা। কিন্তু ব্যাঙ্কের তথ্য বলছে,

পল্লবীর ওই তিনটি অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাটের জন্য ৫৭ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়নি। সেক্ষেত্রে অভিনেত্রীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে যে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে, তা কিন্তু ভিত্তিহীন বলে প্রমাণিত হতে পারে।

বরং, সাগ্নিকের বাবার অ্যাকাউন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে ফ্ল্যাট কেনার জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সাগ্নিকের বাবা ও মা-এর দাবি, তাঁদের টাকাতেই গাড়ি এবং ফ্ল্যাট কেনা হয়েছিল। যাবতীয় কাগজপত্র ও প্রমাণ রয়েছে তাঁদের কাছে।

ফলে এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, তার ভিত্তিতে বলাই যায়, পল্লবীর পরিবারের তরফে সাগ্নিকের বিরুদ্ধে তোলা সব অভিযোগই ঠিক নয়। যেমন, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে, পল্লবী আত্মহত্যা করেছেন, খুন হননি তিনি। আবার সাগ্নিকের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপের অনেক প্রমাণই মেলেনি।



Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version