Sunday, November 9, 2025

দেড়মাস পর বাড়ি ফিরছেন অনুব্রত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে তৈরি বোলপুর

Date:

Share post:

দীর্ঘ ৪৫ দিন পর বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। আজ, শুক্রবার বেলা ২টো নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রিয় নেতা কেষ্টদা ঘরে ফিরছেন জেনে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে গোটা জেলাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

জেলা সভাপতিকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বোলপুর জেলা পার্টি অফিসে ভিড় জমাতে শুরু করেছেন অনুগামীরা। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। তাঁর ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে প্ল্যাকার্ড লাগানো হয়েছে। তাঁর বাড়ির সামনে একটি ছোট্ট মঞ্চও তৈরি করা হয়েছে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন:হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন

উল্লেখ্য, CBI-এর কাছে হাজিরা দিতে প্রায় দেড়মাস আগে বোলপুর থেকে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কলকতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকেন। এরপর শারীরিক অসুস্থতার জন্য তিনি বেশ কিছুদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে ছুটি পেয়ে চিনার পার্কের বাড়িতেই ছিলেন। গত, বৃহস্পতিবার নিজেই CBI তদন্তকারীদের মুখোখুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং সেইমতো নিজাম প্যালেসে যান। ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর অনুব্রত CBI দফতর ছাড়েন। এরপর আজ, নিজের বাড়ি বীরভূমে রওনা দেন তিনি। সন্ধ্যার মধ্যেই তাঁর বাড়ি পৌঁছে যাওয়ার কথা।




spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...