Saturday, August 23, 2025

দেড়মাস পর বাড়ি ফিরে অনুগামীদের অনুব্রত বার্তা, “আমি আছি আমি মরি নাই”

Date:

এ যেন সেই সুপারহিট সিনেমার ডায়লগ। ঠিক যেন “টাইগার জিন্দা হ্যায়…”! দেড় মাস পর শুক্রবার বোলপুরের বাড়িতে ফিরেই অনুগামীদের উচ্ছাসের জোয়ারে ভেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, “আমি আছি, আমি মরি নাই”! প্রায় কেষ্টদাকে এক ঝলক দেখতে তখন বাড়ির সামনে শুধু কালো মাথার ভিড়। শয়ে শয়ে মানুষকে দেখে আপ্লুত অনুব্রত নিজেও।

এদিন কলকাতার চিনার পার্ক থেকে বাড়ি ফেরার পথে একাধিকবারবঅনুব্রতর কনভয়কে থামতে হয়।বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের আউসগ্রাম এলাকায়, অনুব্রত মণ্ডলের গাড়ির সামনে ফুল ছিটিয়ে স্লোগান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বাড়ির সামনে মঞ্চে উঠতেই বীরভূম জেলা সভাপতিকে সেই পুরনো ছন্দে পাওয়া গেল। অনুগামীদের উদ্দেশ্যে বললেন, “কোনও অন্যায় কাজে থাকবেন না। মানুষের পাশে থাকুন। মানুষের উন্নয়ন করুন। আপনাদের আশীর্বাদে আমি সুস্থ। বিশ্রাম নিতে হবে। বড়রা আমার প্রমাণ নেবেন। আমি আছি আমি মরি নাই।” আর প্রিয় নেতার এই কথা শুনে হাততালি-জয়ধ্বনিতে ফেটে পড়ে গোটা এলাকা।

প্রসঙ্গত,, দীর্ঘ ৪৫ দিন পর বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আজ, শুক্রবার বেলা ২টো নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সন্ধ্যায় পৌঁছে যান। জেলা সভাপতিকে স্বাগত জানাতে সকাল থেকেই বোলপুর জেলা পার্টি অফিসে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়। তাঁর ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে প্ল্যাকার্ড লাগানো হয়। তাঁর বাড়ির সামনে একটি ছোট্ট মঞ্চও তৈরি করা হয়। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, CBI-এর কাছে হাজিরা দিতে প্রায় দেড়মাস আগে বোলপুর থেকে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কলকতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকেন। এরপর শারীরিক অসুস্থতার জন্য তিনি বেশ কিছুদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে ছুটি পেয়ে চিনার পার্কের বাড়িতেই ছিলেন। গত, বৃহস্পতিবার নিজেই CBI তদন্তকারীদের মুখোখুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং সেইমতো নিজাম প্যালেসে যান। ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর অনুব্রত CBI দফতর ছাড়েন। এরপর আজ, নিজের বাড়ি বীরভূমে ফিরে যান তিনি।

আরও পড়ুন:গুজরাট ও হিমাচল প্রদেশে হারবে কংগ্রেস: টুইটে তোপ পিকের

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version