Sunday, November 16, 2025

বাড়ি ফিরলেন শিনা বোরা হত্যা মামলায় (Sheena Bora Murder Case) মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukherjee)। জামিন পেয়েছিলেন দিন দুয়েক আগে, আজ শুক্রবার বিকেলে জেল থেকে ছাড়া পেলেন তিনি।

মেয়ে শিনা বোরাকে (Sheena Bora) হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। ২০১৫ সালের আগস্টে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে (Indrani Mukherjee) গ্রেফতার করেছিল মহারাষ্ট্রের খার থানার পুলিশ। এই মামলায় আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায় গত বছরই জামিন পেয়েছেন। এবার বিশেষ সিবিআই আদালত ২ লাখ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে ইন্দ্রাণীকে। কাগজপত্রের কাজ সময়মতো শেষ করতে না পারায় গতকাল তাঁকে মুক্তি দেওয়া হয়নি। আজ জেল থেকে ছাড়া পেলেন তিনি।

প্রসঙ্গত, যদিও ইন্দ্রাণীর কন্যা-হত্যার মামলা যেমন চলছিল চলবে। বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, এই মামলার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই মামলায় এখনও বহুজনের সাক্ষ্য নেওয়া বাকি। মামলাটিতে ইন্দ্রাণীকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ এখনো তদন্তকারীদের হাতে আসেনি। তাই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সুপারিশ জানানো হয়েছিল আদালতে। সমস্ত বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এর পরই ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়।



Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version