Thursday, December 4, 2025

বিরোধীদের লাগাতার আন্দোলনের ফল, জ্বালানির দাম কমাতে বাধ্য হল মোদি সরকার

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল-সহ কেন্দ্রের বিরোধীরা। দিল্লি (Delhi) থেকে বাংলা, দেশের অন্যান্য অংশেও এই ইস্যুতে লাগাতার আন্দোলন করা হয়েছে। চাপে পড়ে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করেছে কেন্দ্র। একইসঙ্গে দাম ২০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে উজ্জ্বলা প্রকল্পের রান্নার গ্যাসের দামেও। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে কেন্দ্র বারবার জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে তেল সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ করেছে, সেখানে এখন কীভাবে দাম কমাতে পারলো? যদি সেটাই কমাতে পারে তাহলে মূল দাম কমলো না কেন?

শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির শুল্ক কমানো নিয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি টুইট করে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মানুষের কষ্ট কমাতে বদ্ধপরিকর। তাই সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপের ঘোষণা করা হল। এরপরই পেট্রোল-ডিজেলের উপর (Fuel Price) এক্সাইজ ডিউটি (Excise Duty on Fuel) কমাবার কথা জানান হয়। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। কলকাতায় এখন পেট্রোলের দাম ১১৫ টাকা ১২ পয়সা। তা কমে হবে ১০৫টাকা ৬২ পয়সা। ডিজেলের দাম ৯৯ টাকা ৮৩ পয়সা। তা কমে হবে ৯২ টাকা ৮৩ পয়সা। শনিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর।

তবে, এখন প্রশ্ন, যদি মোদি সরকার এত জনদরদিই হয়, তাহলে মূল দাম কেন কমানো হয়নি? একই সঙ্গে এতদিন বারবার দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং তার জেরে তেল কোম্পানিগুলোর জ্বালানির দাম বাড়ানোকে দায়ী করেছে কেন্দ্র। তাহলে এবার এক্সাইজ ডিউটি কমানো গেল কী করে? এক্সাইজ ডিউটির ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য বৈষম্য রয়েছে। উঠছে প্রশ্ন, কেন রাজ্য কেন্দ্র করের সমান ভাগ পাবে না? বিরোধীদের এইসব প্রশ্নের কোনো সদুত্তর এখনও মোদি সরকারের তরফ থেকে মেলেনি।

আরও পড়ুন- মোদি সরকারের বর্ষপূর্তি সফল করতে বঙ্গে দায়িত্বে লকেট, ক্ষুুব্ধ ক্ষমতাসীন গোষ্ঠী

spot_img

Related articles

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার...

উচ্চ প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা-শারীরিকশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্য পদ (super numerary post in upper primary recruitment) তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল...

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...