Tuesday, November 4, 2025

Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

Date:

কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, যখনই দরকার হবে মানুষ তাঁকে পাশে পাবেন। কথা রাখলেন তৃণমূল (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার তাঁর উদ্যোগেই পাটুলিতে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির (Health and eye examination camp) এর আয়োজন করা হল।

সুস্থ থাকতে গেলে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। কিন্তু সব সময় স্থানীয় হাসপাতাল বা ডাক্তারের কাছে নানা কারণে যাওয়া সম্ভব হয় না। এবার পাশে দাঁড়ালেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। মূলত তাঁর উদ্যোগে এবং ১১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বরাজ কুমার মন্ডলের(Swaraj Kumar Mondal) সহযোগিতায় আজ অর্থাৎ রবিবার ২২ মে এবং আগামিকাল সোমবার ২৩ মে এই দু’দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

ঘড়ির কাঁটায় ঠিক সকাল দশটা, শিবিরে উপস্থিত হন সাংসদ মিমি চক্রবর্তী, তাঁর সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন দেবব্রত মজুমদার । সাংসদ অফিসের পাশেই ‘অর্পণ’ নামের একটি বাড়িতেই এই শিবিরের আয়োজন। আজ ও আগামিকাল এই দুদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরের যাঁরা যাঁরা আসবেন বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে,  পাশাপাশি চক্ষু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ইয়ং ইন্ডিয়ান্স নামক এক এনজিও সংস্থা এই উদ্যোগ নিয়েছে। মঞ্চে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিমি চক্রবর্তী জানান, সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তাই উদ্যোক্তা ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি এই শিবির থেকে চক্ষু পরীক্ষার পর প্রয়োজন হলে, মাত্র ১৫ মিনিটের মধ্যে বিনামূল্যে চশমা দেওয়া হবে এমনকি কর্নিয়া বা ছানি অপারেশনের প্রয়োজন হলে দুসপ্তাহের মধ্যে বিনামূল্যে তা করে দেওয়া হবে বলেও এ দিন জানান তৃণমূল সাংসদ।



Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version