ভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন

জম্মু-কাশ্মীরের রামবানে নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ন’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পাঁচ জনের বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে।দু’পয়সা রোজগারের জন্য ভিনদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। টাকা নিয়ে বাড়ি ফেরার আশায় দিন গুণছিলেন তাঁরা। কিন্তু আর ফেরা হল না । এবার তাঁদের কফিনবন্দি মৃতদেহ ফেরার অপেক্ষা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, পরিমল রায় এবং দীপক রায়- সকলেই ধূপগুড়ির বাসিন্দা। আরও কয়েক জনের মতো তাঁরাও কাশ্মীরে গিয়েছিলেন কাজ করতে।কিন্তু তার আগেই নির্মীয়মান টানেলে ধস নেমে আটকে পড়ে বেশ কয়েকজন শ্রমিক। প্রবল বৃষ্টিতে ব্যহত হয় উদ্ধারকাজ। পরে একে একে বের হতে থাকে কর্মীদের মৃতদেহ।




জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, টানেল ধসের ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রশাসনের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। উদ্ধার হওয়া সকলেরই বাড়ি ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রামে পঞ্চায়েতের চড়চড়াবাড়ি গ্রামে। আমরা সব রকম ভাবে পরিবারগুলোর পাশে আছি।