Sunday, August 24, 2025

শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমান পরিস্থিতি কী? শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিবের কাছে জানতে চাইলেন ধনকড়

Date:

শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কী? রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং শিক্ষাসচিব মণীশ জৈনের (Manish Jain) সঙ্গে বৈঠকে এই কথা জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার, ব্রাত্য বসু ও মণীশ জৈনকে রাজভবনে ডেকে পাঠান ধনকড়। সেই মতো রাজভবনে যান শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব। প্রায় ২ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজভবন সূত্রে খবর, বৈঠকের দুটি ভাগ ছিল। প্রথম ভাগে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে একসঙ্গে নিয়ে আলোচনা করেন ধনকড়। পরে ব্রাত্য বসুকে আলাদা করে ডেকে কথা বলেন রাজ্যপাল।

সূত্রের খবর, এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এই পরিস্থিতি নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে। ধনকড় বৈঠকের পরে টুইট করে জানান, শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তারিত জানান তিনি। শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষার বিষয়েও জোর দেন তিনি।

এর আগেও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন রাজ্যপাল। অনেকবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব করেন ধনকড়। এমনকী, মুখ্যমন্ত্রীকেও রাজভবনে দিয়ে বৈঠক করার অনুরোধ জানান রাজ্যপাল। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য়ে চলা টানাপোড়েন নিয়েও রাজ্যপালের তলব-বৈঠক জারি রইল।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version