Monday, August 25, 2025

শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমান পরিস্থিতি কী? শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিবের কাছে জানতে চাইলেন ধনকড়

Date:

শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কী? রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং শিক্ষাসচিব মণীশ জৈনের (Manish Jain) সঙ্গে বৈঠকে এই কথা জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার, ব্রাত্য বসু ও মণীশ জৈনকে রাজভবনে ডেকে পাঠান ধনকড়। সেই মতো রাজভবনে যান শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব। প্রায় ২ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজভবন সূত্রে খবর, বৈঠকের দুটি ভাগ ছিল। প্রথম ভাগে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে একসঙ্গে নিয়ে আলোচনা করেন ধনকড়। পরে ব্রাত্য বসুকে আলাদা করে ডেকে কথা বলেন রাজ্যপাল।

সূত্রের খবর, এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এই পরিস্থিতি নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে। ধনকড় বৈঠকের পরে টুইট করে জানান, শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তারিত জানান তিনি। শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষার বিষয়েও জোর দেন তিনি।

এর আগেও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন রাজ্যপাল। অনেকবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব করেন ধনকড়। এমনকী, মুখ্যমন্ত্রীকেও রাজভবনে দিয়ে বৈঠক করার অনুরোধ জানান রাজ্যপাল। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য়ে চলা টানাপোড়েন নিয়েও রাজ্যপালের তলব-বৈঠক জারি রইল।




Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version