SSC নিয়োগ মামলা: মিমের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

একের পরে রায়। আর তাতেই ঘুম উড়েছে অনেকের। SSC নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে কার যে কবে চাকরি যাবে, তা নিয়ে আত্মরাম খাঁচা ছাড়া। আর এই সুযোগ ছাড়েননি নেট-নাগরিকরাও। স্যোশাল মিডিয়ায় মিমের (Meme) ছড়াছড়ি। আর তার মধ্যে বেশ কয়েকটির লক্ষ্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও পরেশ অধিকারীও (Paresh Adhikari)।

এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল (Viral) হয়েছে যে মিম তা হল-
4 বছর ধরে সরকারি ইস্কুলের শিক্ষক ছেলেটির সঙ্গে প্রেম করার পরে মেয়েটি হটাৎ একদিন বলে বসলো…..
“জাস্টিস গাঙ্গুলি রিটায়ার না করা অব্দি বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবেনা।বাড়ি থেকে বেসরকারি চাকুরিজীবী ছেলে খুঁজছে, ভালো থেকো।

এছাড়া রয়েছে, পরেশ-কন্যা অঙ্কিতাকে নিয়ে মিম। তাতে বলা হয়েছে,
এই প্রথম কোন শিক্ষিকার গার্জিয়ান-কল হল”
আবার রসিক নেট-নাগরিকের প্রশ্ন,
অঙ্কিতাকে কি স্কুল থেকে ফেয়ারওয়েল দেওয়া হবে”।
পরেশ অধিকারীকে নিয়েও বেশ কয়েকটি মিম ঘুরেছ স্যোশাল মিডিয়ায়। তাপ মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল, “খেলা হবে সমাস” মিমটি।

তবে, বিষয়গুলিকে নিছকই হাস্যরস হিসেবেই গ্রহণ করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কারণ, সমাজে কিছু ঘটান আলোড়ন ফেললে, তা নিয়ে কার্টুন তৈরি বহু পুরনো রীতি। যখন ইন্টানেট ছিল না, তখন সংবাদপত্র-পত্রিকায় কার্টুন ছাপা হত। বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ারে মতো অনেক বিখ্যাত মানুষই তাঁদের নিয়ে তৈরি কার্টুন সংগ্রহ করতেন। এখন সেই জায়গাটা অনেকটাই দখল করেছে। শালীনতার মাত্রা বজায় রেখেই এই ধরনের মিম বা ব্যাঙ্গচিত্র হাসির রসদ জোগায় বলেই মত সমাজতত্ত্ববিদদের।

আরও পড়ুন- কেন্দ্রের বকেয়া সত্ত্বেও পেট্রোল-ডিজেলের দাম কমাল রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Previous articleতাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের
Next articleস্বাস্থ্যভবনে নার্সদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার , নামল র‍্যাফ