Sunday, December 21, 2025

বঙ্গ বিজেপির হাল নিয়ে অনুপম-দিলীপ বাগবিতণ্ডা

Date:

Share post:

বঙ্গ বিজেপির (BJP) সময় মোটেই ভাল যাচ্ছে না। ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে ফোলানো ফানুস ফল বেরতেই চুপসে গিয়েছে। মোহভঙ্গ হাওয়ায় দল ছেড়েছেন বহু হেভিওয়েট নেতাই। এরপর শীর্ষ পদে বদল ঘটিয়ে আরও বেশি গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক নেতা-নেত্রীরা হয় দল ছাড়ছেন, নয় ফুল বদল করছেন। নবতম সংযোজন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপিতে। সোমবার, প্রাক্তন রাজ্য সভাপতিকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে দলকে চাঙ্গা করা যায় না। তার জন্য পথে নেমে আন্দোলন করতে হয়। মঙ্গলবার, তার পাল্টা অনুপম হাজরা (Anupom Hazra) দিলীপ ঘোষকে কটাক্ষ করেন। তাঁর মতে, যেখানে স্বয়ং নরেন্দ্র মোদি দল পরিচালনায় সোশ্যাল মিডিয়াকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন, সেখানে এ ধরনের মন্তব্য করা ঠিক নয়।

অনুপমের মতে, সবসময় আন্দোলন করেই দলকে চাঙ্গা করতে হবে সেটা নয়। পিছন থেকে আবেদনও রাখা যায়। সামাজিক মাধ্যমে দল সম্পর্কে নেতিবাচক মন্তব্যে আখেরে দলেরই ক্ষতি হয় বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন দিলীপ।

তার জবাবে অনুপম বলেন, “কেউ যদি দুধ থেকে সোনা আবিষ্কার করার মতো ‘আইনস্টাইন মার্কা’ কথা বলেন, সেক্ষেত্রেও সংগঠনের ক্ষতি হয়।”

অনুপমকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপ ঘোষ। দিল্লিতে তিনি বলেন, “যাঁরা সোনাও বোঝেন না, দুধও বোঝেন না, তাঁদের জিতে দেখিয়ে দেওয়া উচিত তাঁরা দলকে কী দিয়েছেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, আজ দলের সময় খারাপ, পরিস্থিতি খারাপ হয়েছে বলে বিতর্ক তৈরি করা হচ্ছে। একবার পিছন ঘুরে দেখান। এই দুঃসময়ে তাঁরা দলকে দাঁড় করাতে কী করছেন? জ্ঞান দিয়ে দলকে দাঁড় করানো যায় না। তারজন্য মাঠে ময়দানে লড়াই করতে হয়।”

মেঠো লড়াই বনাম সোশ্যাল মিডিয়ায় জনমত গঠন- আপাতত এই দুই শিবিরে ভাগ হয়ে কাজিয়া চলছে বিজেপির অন্দরে।

আরও পড়ুন- IPL: আইপিএল ফাইনালে জমকালো অনুষ্ঠান, থাকছেন এআর রহমান, রনবীর সিং-রা

 

spot_img

Related articles

জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

শনিবার জম্মুর রিং রোডের (Ring Road in Jammu) কাছে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল...

ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

ঘটা করে ডিজিটাল ভারত-এর প্রচার করতে এতটুকু দ্বিধা করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তাঁর কেন্দ্র সরকারি দফতরগুলি...

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো কাশ্মীর। রবির সকালেও একই ছবির...

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু...