Monday, August 25, 2025

Eastbengal: ফের ত্রাতা মুখ‍্যমন্ত্রী, মমতার হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইমামি গোষ্ঠী

Date:

অবশেষে জল্পনার অবসান। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ( Mamata Banerjee) হস্তক্ষেপে ইস্টবেঙ্গলে (EastBengal) কাটল ইনভেস্টোর জট। লাল-হলুদের নতুন বিনিয়োগকারী হিসাবে এল ইমামি গ্রুপ (Emami)। এইক্ষেত্রে ইনভেস্টর জট কাটাতে ফের ত্রাতায় ভূমিকায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা। তাঁর হস্তক্ষেপেই লালহলুদের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইমামি গোষ্ঠী। ইমামির সঙ্গেই গাঁটছড়া বেঁধে আগামী মরশুমে আইএসএলে খেলবে লাল-হলুদ ক্লাব। বুধবার নবান্নে দু’পক্ষের সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রপের গাঁটছড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই।

এদিন নবান্নে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মূলত মমতার মধ্যস্থতাতেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয় ইমামি গ্রুপ। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে বলেন,”আজ দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিল। দু’পক্ষই রাজি হয়েছে। যার ফলে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে।”

ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন,”মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু ইনভেস্টর নয়, যেভাবে ক্লাবের সব কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেটা বাংলার আর কোনও মুখ্যমন্ত্রী ভাবেনি। আমি ইমামি গ্রুপকেও ধন্যবাদ জানাব। এবং আশা করব আগামী দিনে আমাদের ক্লাব ইমামির সাহায্যে সাফল্য পাবে।”

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতেই লাল-হলুদের নতুন ইনভেস্টর কে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা। একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তাও বলেন লাল-হলুদ কর্তারা। কথা হয় বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গেও। এমনকি একটা সময় শোনা গিয়েছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ‍্যস্থতায় ইংল‍্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।  খোদ বিসিসিআই প্রেসিডেন্ট ইস্টবেঙ্গল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মধ্যে সেতুবন্ধনের কাজ করছিলেন বলে শোনা গিয়েছিল। গতকাল সৌরভ নিজেও সেই জল্পনা উসকে দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সব জল্পনা উড়িয়ে দিয়ে লাল-হলুদের ইনভেস্টর হিসাবে ইমামির নাম ঘোষণা করে দেন মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন:এভারেস্টের পর লোৎসে শৃঙ্গ জয় পিয়ালীর

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version