Monday, August 25, 2025

বই পড়তে ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন। কিন্তু হাজার কাজের চাপে বই (Book) পড়ার সময়টা পাওয়া যায় না আজকাল। কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাঝে যে সময় বা অবসর পান, তাতে যদি বই পড়ার সুযোগ মেলে তাহলে?সেই কথা মাথায় রেখেই এবার থেকে বাসযাত্রীদের জন্য কলকাতার বাস স্টপে (Bus Stop in Kolkata) র‌্যাক ভর্তি বই! পরিকল্পনা ও ভাবনা আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান (Touseef Rahman)এর।

সকাল হোক বা দুপুর, বিকেল কিংবা রাত, বাস স্টপে দাঁড়িয়ে বা বসে বাসের জন্য অপেক্ষা করতে হয় কম বেশী সকলকেই। এইসময় হাপিত্যেশ করে থাকা বা মোবাইলে খুটখাট করা ছাড়া অন্য কোনও বিকল্প পথ নেই সময় কাটানোর।তৌসিফ বলছেন, এইটুকু সময়ের মধ্যে একটা ছোট গল্প অনায়াসে পড়ে শেষ করে ফেলা যায়। বিরক্তও হতে হবে না আর পড়ার অভ্যাসটাও বজায় থাকবে।আপাতত পুরনো বই দিয়েই এই ‘প্রতীক্ষালয় লাইব্রেরির’ পথ চলা শুরু হতে চলেছে। সঙ্গে থাকবে ম্যাগাজিন, ছোটদের গল্প, কমিকস, রোজকার খবরের কাগজ সবটাই। আপাতত জোড়া গির্জা বাস স্টপ থেকে শুরু হবে এই অভিনব উদ্যোগের পথ চলা। যদি সাফল্য মেলে তাহলে পরবর্তীতে সারা কলকাতা জুড়েই বিভিন্ন বাসস্টপে থাকবে প্রতীক্ষালয় লাইব্রেরী, এমনটাই আশা তৌসিফের। এই দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম- এর(Firhad Hakim) সঙ্গে কথা বলবেন বলেও ঠিক করে রেখেছেন।

আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান বরাবরই একটু অন্যরকমের ভাবনায় বিশ্বাসী। এর আগে চলতি মানুষের গরমকালের দুর্ভোগের কথা ভেবে রাস্তায় ফ্রিজ রাখার ব্যবস্থা করেছিলেন। এবার বই-এর র‌্যাক সাজিয়ে রাখতে চলেছেন বাসস্টপে।



Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version