Sunday, August 24, 2025

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ডের দাবী NIA-এর

Date:

Share post:

জঙ্গি সংগঠনকে অর্থসাহায্য সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ইয়াসিন মালিককে(Yaseen Malik) দোষী সাব্যস্ত করা হয়েছে আগেই। বুধবার এনআইএর বিশেষ আদালতে বিকেল সাড়ে তিনটেয় সাজা শোনানো হবে কাশ্মীরের(Kashmir) বিচ্ছিন্নতাবাদী নেতার। তবে তার আগে গুরুতর এই অপরাধে মালিকের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)।

গত ১০ মে দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় ইয়াসিন মালিক। এরপর গত ১৯ মে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কাশ্মীরের ওই বিচ্ছিন্নতাবাদী নেতাকে দোষী সাব্যস্ত করেন বিশেষ আদালতের বিচারপতি প্রবীন সিং। মনে করা হচ্ছিল দোষী ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিতে পারে আদালত। তবে তার আগে এ দিন ইয়াসিনকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলল এনআইএ। যদিও তার সঙ্গে দোষী সাব্যস্ত অন্যান্য কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:ওড়িশার বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদের দ্রুত ময়নাতদন্তের নির্দেশ

অন্যদিকে নিজের ফাঁসির বিরোধিতা করে আদালতকে ইয়াসিন মালিক বলেন, বুরহান ওয়ানির এনকাউন্টারের ৩০ মিনিটের মধ্যে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাকে পাসপোর্ট দিয়েছিলেন এবং ভারত আমাকে নিজের বক্তব্য পেশ করার অনুমতি দিয়েছে। কারণ আমি অপরাধী নই। এমনকি বিচারক বলেছেন, এই মামলার আগে মালিকের বিরুদ্ধে কোনও মামলা ছিল না। এনআইএ ১২১ ধারায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই ধারায় ন্যূনতম শাস্তি যাবজ্জীবন।

মালিক আরও বলেন, ১৯৯৪ সালে অস্ত্র ছেড়ে দেওয়ার পরে, আমি মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করেছি এবং তারপর থেকে আমি কাশ্মীরে অহিংস রাজনীতি করছি। আদালতে ইয়াসিনের দাবি, আমি যদি ২৮ বছরে কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকি, ভারতের গোয়েন্দারা যদি তা বলতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব, ফাঁসি মেনে নেব।




spot_img

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...