Wednesday, May 14, 2025

Asia Cup Hockey: এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ ভারত

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) ইন্দোনেশিয়াকে (Indonesia) ১৬-০ গোলে হারাল ভারতীয় (India) হকি দল। এই জয়ের ফলে পুল এ থেকে সুপার ফোরে উঠল ভারত।

অবিশ্বাস্য! এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ জায়গা করে নিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গ্রুপের শেষ ম্যাচটা অন্তত পনেরো গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয়দের। বৃহস্পতিবার আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে অসাধ্যসাধন করল ভারত। জোড়া হ্যাটট্রিক করেন দীপসান তির্কে ও সুদেব বেলিমাগা। দীপসান তো একাই চার গোল করে ম্যাচের নায়ক। খেলা শেষ হতে যখন চার মিনিট বাকি, সেই সময় ১৪-০ গোলে এগিয়ে ছিল ভারত। পরের রাউন্ডের ছাড়পত্রের জন্য তখনও প্রয়োজন ছিল আরও একটি গোলের। তবে শেষ দু’মিনিটে পরপর দুটো গোল করে টিকিট নিশ্চিত করেন দীপসান।

অথচ অঙ্কটা ছিল অত্যন্ত জটিল। দিনের প্রথম ম্যাচ ছিল জাপান ও পাকিস্তানের। এই ম্যাচটা ড্র হলে কিংবা পাকিস্তান জিতলেই, ভারতীয়দের বিদায় ছিল নিশ্চিত। তবে জাপান ৩-২ গোলে পাকিস্তানকে হারানোর পর অঙ্কটা দাঁড়ায়, পরের রাউন্ডের জন্য পনেরো গোলের ব্যবধানে জিততেই হবে। আর সেই কার্যত অসম্ভব কাজটাই করে সুপার ফোর-এর টিকিট ছিনিয়ে নিলেন ভারতীয়রা। ফলে সমান পয়েন্ট পেয়েও, গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছিটকে গেল পাকিস্তান।

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। ৯ মিনিটেই পবন রাজভরের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন পবনই। ১৩ মিনিটে ৩-০ করেন উত্তম সিং। ফলে প্রথম কোয়ার্টারেই তিন গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর দুটো গোল করেন এস ভি সুনীল ও সঞ্জীব। ২৩ মিনিটে ফের সুনীলের করা গোলে ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। এরপর রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই ইন্দোনেশিয়ার উপরে একের পর এক গোল চাপাতে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। ৩৯ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন সেলভাম কার্তি। বীরেন্দ্র একটি গোল করেন ৪০ মিনিটে। ম্যাচের নায়ক দীপসান হ্যাটট্রিক-সহ চার গোল করেন যথাক্রমে ৪১, ৪৬, ৫৮ ও ৫৯ মিনিটে। সুদেবের হ্যাটট্রিক আসে ৪৪, ৪৫ ও ৫৪ মিনিটে। এই জয়ের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়ন ভারতও। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে এবারের টুর্নামেন্ট খেলতে এসেছে ভারতীয় দল। দেশের জার্সিতে অভিষেক টুর্নামেন্টেই জাত চেনালেন তরুণ ভারতীয়রা।

আরও পড়ুন:Virat Kohli: রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’

 

 

spot_img

Related articles

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...

রাজ্যজুড়ে শনি-রবিতে শহিদদের শ্রদ্ধা জানাবে তৃণমূল: ঘোষণা দলনেত্রীর

পহেলগাঁও(Pahalgam) জঙ্গিহামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তান। কিন্তু পাকসেনার পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর...