Friday, December 19, 2025

Asia Cup Hockey: এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ ভারত

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) ইন্দোনেশিয়াকে (Indonesia) ১৬-০ গোলে হারাল ভারতীয় (India) হকি দল। এই জয়ের ফলে পুল এ থেকে সুপার ফোরে উঠল ভারত।

অবিশ্বাস্য! এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ জায়গা করে নিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গ্রুপের শেষ ম্যাচটা অন্তত পনেরো গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয়দের। বৃহস্পতিবার আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে অসাধ্যসাধন করল ভারত। জোড়া হ্যাটট্রিক করেন দীপসান তির্কে ও সুদেব বেলিমাগা। দীপসান তো একাই চার গোল করে ম্যাচের নায়ক। খেলা শেষ হতে যখন চার মিনিট বাকি, সেই সময় ১৪-০ গোলে এগিয়ে ছিল ভারত। পরের রাউন্ডের ছাড়পত্রের জন্য তখনও প্রয়োজন ছিল আরও একটি গোলের। তবে শেষ দু’মিনিটে পরপর দুটো গোল করে টিকিট নিশ্চিত করেন দীপসান।

অথচ অঙ্কটা ছিল অত্যন্ত জটিল। দিনের প্রথম ম্যাচ ছিল জাপান ও পাকিস্তানের। এই ম্যাচটা ড্র হলে কিংবা পাকিস্তান জিতলেই, ভারতীয়দের বিদায় ছিল নিশ্চিত। তবে জাপান ৩-২ গোলে পাকিস্তানকে হারানোর পর অঙ্কটা দাঁড়ায়, পরের রাউন্ডের জন্য পনেরো গোলের ব্যবধানে জিততেই হবে। আর সেই কার্যত অসম্ভব কাজটাই করে সুপার ফোর-এর টিকিট ছিনিয়ে নিলেন ভারতীয়রা। ফলে সমান পয়েন্ট পেয়েও, গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছিটকে গেল পাকিস্তান।

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। ৯ মিনিটেই পবন রাজভরের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন পবনই। ১৩ মিনিটে ৩-০ করেন উত্তম সিং। ফলে প্রথম কোয়ার্টারেই তিন গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর দুটো গোল করেন এস ভি সুনীল ও সঞ্জীব। ২৩ মিনিটে ফের সুনীলের করা গোলে ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। এরপর রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই ইন্দোনেশিয়ার উপরে একের পর এক গোল চাপাতে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। ৩৯ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন সেলভাম কার্তি। বীরেন্দ্র একটি গোল করেন ৪০ মিনিটে। ম্যাচের নায়ক দীপসান হ্যাটট্রিক-সহ চার গোল করেন যথাক্রমে ৪১, ৪৬, ৫৮ ও ৫৯ মিনিটে। সুদেবের হ্যাটট্রিক আসে ৪৪, ৪৫ ও ৫৪ মিনিটে। এই জয়ের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়ন ভারতও। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে এবারের টুর্নামেন্ট খেলতে এসেছে ভারতীয় দল। দেশের জার্সিতে অভিষেক টুর্নামেন্টেই জাত চেনালেন তরুণ ভারতীয়রা।

আরও পড়ুন:Virat Kohli: রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’

 

 

spot_img

Related articles

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...