Tuesday, May 6, 2025

মহানগরীর বুকে পর পর অভিনেত্রীর রহস্য মৃত্যু,পল্লবীর (Pallavi Dey) পরে বিদিশা (Bidisha) – কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা? শুধুই কি মানসিক অবসাদ। রহস্যের জট খুলতে এবার বিদিশার কললিস্ট (Call list) খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার বন্ধুরা বলছেন অনুভব বেরার (Anuvab Bera)সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী (Actress)। একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ অনুভবের বিরুদ্ধে। তার জেরেই কি মানসিক অবসাদ আর তার থেকেই এত বড় সিদ্ধান্ত? বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। সেই দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

৮৮ শতাংশ বৃদ্ধি, ইনফোসিস CEO সলিল পারেখের বেতন হতে চলেছে ৭৯ কোটি টাকা

চলচ্চিত্র জগতের (Entertainment Industry) জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক আত্মহত্যার খবর আসছে।পুলিশ সূত্রে জানা যায়, নাগেরবাজার এলাকার বাড়িতে মাস দেড়েক আগে ভাড়া নিয়ে থাকতে আসেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে,আত্মহত্যা করেছেন বিদিশা (Bidisha De Majumdar)। কিন্তু কী এমন ঘটেছে যার জন্য এভাবে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদিশা? পুলিশের তরফ থেকে জানা যায়, যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, ”কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে । জানা গিয়েছে, কাজ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যায় ছিলেন বিদিশা। অনুভব বেরা (Anuvab Bera)নামে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে সমস্যায় ছিলেন অভিনেত্রী। গতকাল দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিদিশা দে-র দেহ। উদ্ধার হওয়ার পর দেখা যায় তাঁর মুখে কাপড় গোঁজা । এতেই বাড়ছে রহস্য।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিল মডেল বিদিশা দে মজুমদার (Bidisha De Majumdar)। কিন্তু বান্ধবী এবং সহকর্মীদের চেষ্টায় তাঁকে আটকানো গেছিল। বুধবার ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করে তার এক বান্ধবী। কিন্তু শেষরক্ষা হয়নি। তবে মৃত্যুর মাত্র কয়েকঘন্টা আগেও ফেসবুকে (Facebook)অ্যাক্টিভ ছিলেন বিদিশা। পালটে ছিলেন নিজের ফেসবুকের কভার ছবি ও প্রোফাইল পিকচার। তাহলে আচমকা কী ঘটল তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। মডেলের বান্ধবীরা অনুভব বেরার বিরুদ্ধে অভিযোগ করলেও নাগেরবাজার থানায় বিদিশার পরিবারের তরফে এই নিয়ে কিছু বলা হয় নি।



Related articles

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে।...

মক ড্রিল! ব্ল্যাক আউট! জেনে নিন কী রয়েছে এই আত্মরক্ষা কৌশলে

আদৌ কী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে ভারত? ভারত-পাক যুদ্ধ কী আসন্ন? না কি সবটাই যুদ্ধ জিগির তুলে ভোটব্যাঙ্ককে...

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version