Thursday, May 15, 2025

আর পাঁচটি পেশার মানুষের মত যৌনকর্মীদের(Sex Worker) ও সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। বুধবার যৌনপেশায় সঙ্গে যুক্তদের প্রসঙ্গে এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট(Supreme court)। পাশাপাশি স্বেচ্ছায় এই পেশায় আসা কর্মীদের কাজে পুলিশি হস্তক্ষেপে ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম পরালো দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। যার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে মনে করছে শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, “যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা স্পষ্ট যে, যৌনকর্মী এক জন প্রাপ্তবয়স্ক এবং সম্মতি সাপেক্ষেই যৌনতা বিক্রি করছেন, তখন পুলিশকে অকারণ হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এই দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে।” আদালতের স্পষ্ট বক্তব্য, যৌনপল্লীতে পুলিশি অভিযানে যৌনকর্মীদের গ্রেফতার ও হেনস্থা করা উচিত নয়, কারণ যৌনকর্ম বেআইনি নয়, শুধুমাত্র যৌনপল্লী চালানো বেআইনি।

আরও পড়ুন:দুর্নীতি দমনে এগিয়ে আসুক মেয়েরা: রাজ্য পুলিশে মহিলা ক্ষমতায়নে জোর মমতার

আদালতের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও যৌনকর্মী তাঁর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, তবে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে পুলিশকর্মীদের। বিশেষত, যদি যৌনকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা বা অপরাধের অভিযোগ নিয়ে আসেন, তা হলে দ্রুততার সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা করে তদন্ত শুরু করতে হবে। মা যৌনপেশায় আছেন, শুধু সেই যুক্তিতে সন্তানকে তাঁর মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এইসকল সুপারিশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চেয়েছে। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি সেদিনই এ বিষয়ে কেন্দ্রের মতামত শুনবে দেশের শীর্ষ আদালত।




Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version