Thursday, August 21, 2025

স্বস্তির হাওয়া ‘মন্নত’ জুড়ে। কঠিন সময় কাটিয়ে উঠে ফের খুশির মেজাজ বাদশার পরিবারে। মাদক কান্ডে (Drug Case)বেকসুর খালাস আরিয়ান খান (Aryan Khan)। এনসিবি-এর (NCB)তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে যে আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায় নি।

গতবছর অর্থাৎ ২০২১ এর দীপাবলির আগে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে। ২ অক্টোবর প্রমোদতরী থেকেই গ্রেফতার হন শাহরুখ (SRK)পুত্র আরিয়ান খান, তাঁর ২ বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যরা। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় সিট (SIT)। দীর্ঘদিন জেল হেফাজতে থাকতে হয় আরিয়ানকে। বহু আইনি জটিলতায় বারবার ফেঁসে যেতে থাকেন তিনি। দীপাবলির আগের দিন জামিন পেয়ে মন্নতে ফেরেন আরিয়ান। কিন্তু তদন্ত চলছিল।সেই মামলাতেই শুক্রবার ৬ হাজার পাতার চার্জশিট পেশ করা হল। যেখানে বলা হয়েছে, আরিয়ান কোনভাবেই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও কোনদিন ও মাদক সেবন করতেন না। এমনকি আরিয়ানের কল রেকর্ডিং এ কোন মাদক সংক্রান্ত কিছুর উল্লেখ নেই। এনসিবির এই অভিযানের কোন ভিডিও ফুটেজও নেই। তাই চার্জশিটে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি।



Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version