Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) অবশেষে জল্পনার অবসান। রঞ্জিট্রফির নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান সাহা । শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়ে দিল সিএবি ।

২) অবিশ্বাস্য! এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ জায়গা করে নিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গ্রুপের শেষ ম্যাচটা অন্তত পনেরো গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয়দের। বৃহস্পতিবার আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে অসাধ্যসাধন করল ভারত।

৩) বিরাটদের ম‍্যাচ চলাকালীন ইডেনে বেটিং, গ্রেফতার ৫ : সূত্র। ধৃতরা বিহারের দ্বারভাঙার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন–সহ নানা নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

৪) রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন পতিদার।

৫) রজতই ম‍্যাচের পার্থক্য গড়ে দিয়েছে’, আরসিবির কাছে হারের পর বললেন লখনউ-এর অধিনায়ক। আরসিবির কাছে হেরে রাহুল বলেন,” আমাদের হারের কারণ খুব স্পষ্ট। দুই দলের মধ্যে পতিদার পার্থক্য গড়ে দিয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleকলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Next articleকেউ কিনতে চাইছে না, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্র