Sunday, May 4, 2025

Indian Railways:ধর্মঘটের এড়াতে আলোচনায় বসছেন স্টেশন মাস্টাররা

Date:

Share post:

দুর্ভোগে রেল পরিষেবা। ব্যান্ডেলে (Bandel Station) চলছে ইন্টারলকিং-এর কাজ। ৭২ ঘণ্টার জন্য বন্ধ স্টেশন। যাত্রী দুর্ভোগের আশঙ্কায় রেল(Rail)। এর মাঝেই অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের(All India Station Masters Association) কর্মবিরতির ঘোষণায় কার্যত চাপে পড়ে যায় রেল। চলতি মাসের ৩১মে স্টেশন মাস্টারদের (Station Master) দেশব্যাপী কর্মবিরতির ঘোষণায় রেল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এবার সেই সমস্যার সমাধান সূত্র মিলেছে বলে জানা যাচ্ছে। আগামী ৩০ তারিখ অলইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের (All India Station Masters Association) সঙ্গে আলোচনায় বসতে চলেছে রেল কর্তৃপক্ষ (Indian railways) বলেই সূত্রের খবর।

এর আগে স্টেশন মাস্টারদের তরফে দাবি করা হয় যে দেশের অর্ধেকেরও বেশি স্টেশনে মাত্র ২ জন করে স্টেশন মাস্টার রয়েছে। রেলের নিয়ম অনুযায়ী তাঁদের শিফট মাত্র ৮ ঘণ্টা। সেইমতো ২৪ ঘণ্টার হিসেবে ৩ জনের কাজ করার কথা। কিন্তু ২ জন লোক থাকায়, সেই স্টেশন মাস্টারদের ১২ ঘণ্টা করে প্রতিদিন ডিউটি করতে হচ্ছে। মানে অতিরিক্ত চার ঘণ্টা করে কাজ করতে হচ্ছে নিয়মিত। এছাড়া যেদিন এক স্টেশন মাস্টারের (Station Master) সাপ্তাহিক ছুটি থাকে, সেদিন অন্য স্টেশন থেকে কোনও কর্মচারীকে ডাকা হয়। এত কম লোক থাকায় ছুটি নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, ২০২০ সাল থেকে কেন্দ্রের কাছে শূন্য পদে কর্মী নিয়োগ, রেলে বেসরকারিকরণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালুসহ একাধিক দাবি-দাওয়া পেশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই কথার কর্ণপাত করেনি। এবার সরকারের টনক নড়াতে কর্মবিরতির পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রায় ৩৫ হাজারের বেশি স্টেশনমাস্টার। এই নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এবার সমঝতার পথে হাঁটতে চলেছে রেল বলেই মনে করা হচ্ছে। আগামি ৩০ তারিখ রেল এবং স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা হওয়ার কথা। সেক্ষেত্রে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা এখন সেটাই দেখার।



spot_img
spot_img

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...