Sunday, August 24, 2025

Rail Update: ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক! তিনদিন সম্পূর্ন বন্ধ ব্যান্ডেল স্টেশন

Date:

ফের দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা (Daily Passenger)। তিনদিনের জন্য বন্ধ ব্যান্ডেল স্টেশন (Bandel Station)। শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে। এই তিনদিন ব্যান্ডেল ও মগরার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনও। ব্যান্ডেল-শক্তিগড় শাখায় বেশ কিছুদিন ধরে থার্ড লাইন সম্প্রসারণের (Third line extension) কাজ চলছে। এতদিন পর্যন্ত দুপুরে বা রাতে, দু-এক ঘণ্টা করে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রেখে সম্প্রসারণের কাজ চলছিল। এবার সম্পূর্নভাবে বন্ধ থাকছে ব্যান্ডেল স্টেশন।

এই পরিস্থিতির জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া স্টেশন থেকে হাওড়া পর্যন্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল করবে। চুঁচুড়া থেকে তালান্ডু পর্যন্ত এবং হাওড়া-কাটোয়া লাইনে চুঁচুড়া স্টেশন থেকে ইসলামপাড়া হল্ট পর্যন্ত কোন ট্রেন চলবে না। অর্থাৎ হাওড়া-বর্ধমান মেন লাইনে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত এবং বর্ধমান থেকে খন্যান পর্যন্ত ট্রেন যাতায়াত করবে। আপে চুঁচুড়ার পরে হুগলী, ব্যান্ডেল, সপ্তগ্রাম, মগরা, তালান্ডু পাঁচটি প্লাটফর্মে এবং কাটোয়া লাইনে চুঁচুড়ার পরে হুগলী, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া এবং ইসমপাড়া হল্ট এই চারটি স্টেশনের মধ্যে ৭২ঘন্টা কোন ট্রেন চলাচল করবে না।

পূর্ব রেল (Eastern railway)সূত্রে খবর ব্যান্ডেল স্টেশনে উন্নত মানের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম (Electronic Interlocking System) বসানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে বহু যাত্রীই সমস্যায় পরবেন। কিন্তু আগামিদিনের কথা ভেবে এইটুকু অসুবিধা মানিয়ে নিতে হবে বলছেন অনেকেই। যদিও অনেক নিত্যযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন পরিকল্পনা ছাড়াই এভাবে কাজ করছে রেল, ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। লোকালের পাশাপাশি অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল?

বিশ্বভারতী এক্সপ্রেস
আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস
মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
ময়ূরাক্ষী এক্সপ্রেস
গণদেবতা এক্সপ্রেস
তিস্তা-তোর্সা এক্সপ্রেস
কামরূপ এক্সপ্রেস
হুল এক্সপ্রেস
হাটেবাজারে এক্সপ্রেস
পাহাড়িয়া এক্সপ্রেস
শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।



Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version