Friday, November 14, 2025

চিকিৎকের ঘাটতি মেটাতে নার্সদের ন্যূনতম চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ রাজ্যের

Date:

গ্রামাঞ্চলে চিকিৎকের ঘাটতি মেটাতে নার্সদের (Nurse) সাধারণ চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে চিকিৎসকের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি (BSC) এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে ৭০৪জন নার্সকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে তাঁদেরকে সাধারণ অসুখগুলির চিকিৎসা সংক্রান্ত বিষয় শেখানো হবে। এর পর এই বিশেষ *প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের ‘কমিউনিটি হেলথ অফিসার’ * হিসাবে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে। সেখানে কাজ করবেন তাঁরা। সাধারণ মানুষের সাধারণ অসুখের চিকিৎসা করবেন ওই নার্সরা।

চিকিৎসকের অনুপস্থিতিতে *নার্সরাই যাতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে পারেন* সেই কারণে এই সিদ্ধান্ত। তবে এই বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত নার্সরা রোগী দেখতে পারবেন, ওষুধও দিতে পারবেন। কিন্তু *কোনও প্রেসক্রিপশন লিখতে পারবেন না। এমনকী, কোনও ডেথ সার্টিফিকেটও লিখতে পারবেন না নার্সরা*। শুধুমাত্র রোগীদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। গ্রাম থেকে ছোট খাটো অসুখে দূরে বা শহরে কোনও হাসপাতালে যেতে না হয় সেই কারণে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। এই উদ্যোগ চালু হলে গ্রামেই সুস্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।

আরও পড়ুন- মাঙ্কি পক্স নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version