যাত্রী বোঝাই বাসে আগুন। শনিবার বিকেলের ব্যস্ত সময়ে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের ওপর একটি সরকারি বাসে আগুন লেগে যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তৎপরতার সঙ্গে বাসটি খালি করে দেন যাত্রীরা।

সূত্রের খবর বাসটি কলকাতা দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল ৪টে নাগাদ আমতা – ধর্মতলা রুটের বাসটি সাঁতরাগাছি সেতুর ওপর উঠতে সেটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তৎপরতার সঙ্গে বাসটি খালি করে দেন যাত্রীরা। পরে পুলিশ দমকল মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বাসের ইঞ্জিন থেকেই আগুন লেগে যায় বলে প্রাথমিকসূত্রে অনুমান।

আরও পড়ুন- জয়পুরে কুয়োয় মিলল শিশু-সহ তিনবধূর পচাগলা দেহ! আত্মহত্যা না খুন ?