Wednesday, January 21, 2026

শিল্প থাকবে, শ্রমিকের অধিকারও অটুট থাকবে: হলদিয়া থেকে বার্তা কুণালের

Date:

Share post:

তৃণমূলের(TMC) তরফ থেকে বাংলার বুকে বৃহত্তম শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে হলদিয়াতে(Haldia)। শনিবার এই শ্রমিক সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুণাল বলেন, “বাংলায় শিল্প থাকবে, শিল্পের পরিবেশ থাকবে এবং শ্রমিকের অধিকারও অটুট থাকবে।” একইসঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নিতে ছাড়েননি কুণাল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারাবাংলায় উন্নয়নযজ্ঞ চলছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী। রাজ্য সাধারণ মানুষ সমস্ত রকম সুবিধা নিচ্ছেন। বাংলার এই উন্নয়ন দেখে এখন বাংলার বাইরে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানানো হচ্ছে, গোটা দেশে এসব উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিতে। আর সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে। তবে কিছু পুরনো ক্ষত সারানো দরকার। তার মধ্যে অন্যতম হলদিয়া।” এরপরই সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের খেয়ে পরে এই অধিকারী গুষ্টি অধিকারী প্রাইভেট লিমিটেডের শেয়ার বেচেছে এখানে। দলে থেকে নিজের জন্য ও গোটা গুষ্টির জন্য পদ নিয়েছে। শেষে মায়ের পিঠে ছুরি মেরেছে এই বেইমান। সিবিআই ইডির ভয়ে বিজেপির পোষা কুকুর হয়েছে।”

আরও পড়ুন:Ballygunge:  জমি জবরদখল! রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত বালিগঞ্জ 

এর পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “দীর্ঘদিন এখানকার শ্রমিকদের সঙ্গে বেইমানি করা হয়েছে। সেসবের পরিবর্তনের জন্য হলদিয়া পুরসভার জিততে হবে। এই বাংলায় শিল্প থাকবে শিল্পে পরিবেশ থাকবে আবার শ্রমিকদের অধিকারও অটুট থাকবে। শুভেন্দুর আমলে এখানে খাতায়-কলমে শ্রমিকদের বেতন থাকতো একরকম আর শ্রমিকদের হাতে আসতো তার চেয়ে অনেক কম বেতন।” একইসঙ্গে কুণাল ঘোষ বলেন, “২০২১ সালের নির্বাচনে যারা পাঁচিলের ওপর বসে জল মাপ ছিলেন তারা সাবধান। সামনে বড় লড়াই আর সেই লড়াইয়ে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাদা থেকে দাদু হয়ে যাবে কিন্তু শাসকে আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”




spot_img

Related articles

আজ পুরুলিয়ায় অভিষেকের রণসংকল্প সভা, লক্ষাধিক মানুষের জমায়েতের সম্ভাবনা 

বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে 'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলের সম্ভাবনা, পাল্টাতে পারে হিয়ারিং ডেডলাইনও!

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার লজিক্যাল ডিস্ক্রিপেন্সির পুরো তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: সৃজনশীল প্রতিভায় শান দেওয়ার জন্য আজ দারুণ দিন। কাজের জায়গায় নতুন কোনও সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে...

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...