Thursday, August 28, 2025

শিল্প থাকবে, শ্রমিকের অধিকারও অটুট থাকবে: হলদিয়া থেকে বার্তা কুণালের

Date:

Share post:

তৃণমূলের(TMC) তরফ থেকে বাংলার বুকে বৃহত্তম শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে হলদিয়াতে(Haldia)। শনিবার এই শ্রমিক সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুণাল বলেন, “বাংলায় শিল্প থাকবে, শিল্পের পরিবেশ থাকবে এবং শ্রমিকের অধিকারও অটুট থাকবে।” একইসঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নিতে ছাড়েননি কুণাল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারাবাংলায় উন্নয়নযজ্ঞ চলছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী। রাজ্য সাধারণ মানুষ সমস্ত রকম সুবিধা নিচ্ছেন। বাংলার এই উন্নয়ন দেখে এখন বাংলার বাইরে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানানো হচ্ছে, গোটা দেশে এসব উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিতে। আর সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে। তবে কিছু পুরনো ক্ষত সারানো দরকার। তার মধ্যে অন্যতম হলদিয়া।” এরপরই সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের খেয়ে পরে এই অধিকারী গুষ্টি অধিকারী প্রাইভেট লিমিটেডের শেয়ার বেচেছে এখানে। দলে থেকে নিজের জন্য ও গোটা গুষ্টির জন্য পদ নিয়েছে। শেষে মায়ের পিঠে ছুরি মেরেছে এই বেইমান। সিবিআই ইডির ভয়ে বিজেপির পোষা কুকুর হয়েছে।”

আরও পড়ুন:Ballygunge:  জমি জবরদখল! রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত বালিগঞ্জ 

এর পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “দীর্ঘদিন এখানকার শ্রমিকদের সঙ্গে বেইমানি করা হয়েছে। সেসবের পরিবর্তনের জন্য হলদিয়া পুরসভার জিততে হবে। এই বাংলায় শিল্প থাকবে শিল্পে পরিবেশ থাকবে আবার শ্রমিকদের অধিকারও অটুট থাকবে। শুভেন্দুর আমলে এখানে খাতায়-কলমে শ্রমিকদের বেতন থাকতো একরকম আর শ্রমিকদের হাতে আসতো তার চেয়ে অনেক কম বেতন।” একইসঙ্গে কুণাল ঘোষ বলেন, “২০২১ সালের নির্বাচনে যারা পাঁচিলের ওপর বসে জল মাপ ছিলেন তারা সাবধান। সামনে বড় লড়াই আর সেই লড়াইয়ে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাদা থেকে দাদু হয়ে যাবে কিন্তু শাসকে আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”




spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...