Thursday, August 28, 2025

৮৭ বছরের ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala) আর্জি ছিল, বয়সজনিত অসুস্থতার কারণে তাঁকে কম সাজা দেওয়া হোক। কিন্তু আদালত তা শোনেনি। এই মুহূর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন থাকার জায়গা তিহার জেল। তিহারের সবচেয়ে প্রবীণ বন্দি তিনি। ঠিক এই কারণে একাধিক সুবিধা পাচ্ছেন চৌটালা।

উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ৪ বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala)৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ওমপ্রকাশ চৌটালার আয়ের চেয়েও ১০৩ শতাংশ বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পরবর্তী সময়ে তাঁর সম্পত্তির সাপেক্ষে উপযুক্ত প্রমাণও দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

তিহার জেলে কী সুবিধা পাবেন চৌটালা?

* অন্য সত্তরোর্ধ্ব বন্দিদের মতো চৌটালাও পাবেন আলাদা বিছানা।

* কোনো কাজই করতে হবে না তাঁকে।

* নিজের জামাকাপড়ও তাঁকে কাচতে হবে না।

* তাঁর দৈনন্দিন কাজগুলি করে দেবেন অন্য বন্দিরা।

* নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর।

এক জেল আধিকারিকের বলেন, ” বর্ষীয়ান বন্দিদের ক্ষেত্রে অন্য বন্দিদের দেখভালের দায়িত্ব দেওয়া হয় তাঁর। যে বন্দিদের ভালো আচরণ তাঁদেরকেই দায়িত্ব দেওয়া হয়।”

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version