Friday, December 19, 2025

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

Date:

Share post:

শনিবার রাতে মহাযুদ্ধ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League Final) শনিবার রাতে রিয়াল মাদ্রিদ (Real Madrid) মুখোমুখি হচ্ছে লিভারপুল (Liverpool)। ২০১৭-১৮ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ ফের একবার মুখোমুখি। সেবার ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে ১৩তম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছিল রিয়াল। এখন দেখার শনির রাতে রিয়াল ১৪ বার ইউরোপ হয়, নাকি প্রতিশোধের প্রতিশোধের ম্যাচ খেলে লিভারপুল।

১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফির সংখ্যাটা ১৪ করতে মরিয়া। শেষ আট বছরে মাদ্রিদ জায়ান্টরা পাঁচবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী লিভারপুল চার বছর আগে ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনাল হারের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য তাল ঠুকছেন। মহম্মদ সালাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের বদলা চান তাঁরা। বদলার আবহ রিয়াল শিবিরেও। দু’দিন আগেই করিম বেঞ্জেমাদের কোচ কার্লো আনচেল্লোত্তি লিভারপুলকে হুঁশিয়ারি দিয়ে শুনিয়ে রেখেছেন, ‘‘সালাহরা ২০১৮-র বদলা চাইছে আর আমরা ১৯৮১-র প্রতিশোধ নিতে চাই। সেবার লিভারপুলের বিরুদ্ধে আমাদের হেরে ফিরতে হয়েছিল।’’

বৃহস্পতিবার মাদ্রিদ থেকে আনচেলোত্তির দল প্যারিসে রওনা হয়।  শুক্রবার ভোরেই ফাইনালের ভেনুতে পৌঁছে যায় দল। বিমানবন্দরে কালো রিজারভয়ার ডগ স্যুটে দেখা যায় বেঞ্জেমা, মার্সেলো, গ্যারেথ বেলদের। আমেরিকান ক্রাইম ছবি রিজারভয়ার ডগ ১৯৯২ সালে মুক্তি পায়। সেই ছবির নায়কদের এই পোশাকেই দেখা গিয়েছিল। তবে আনচেলোত্তির ছেলেরা পোশাকের আড়ালে আসল চেহারাটা স্তাদ দে ফ্রান্সে মেলে ধরতে চান। সেখানে সালাহদের কোনও সুযোগ দিতে চান না। আনচেলোত্তির কথায়, ‘‘আমরা ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চাই।’’

লিভারপুল কোচ জুরগেন ক্লপ অবশ্য সুর পাল্টে ফেলেছেন। তাঁর নতুন সুরে ‘প্রতিশোধ’ শব্দটি নেই। ২০১৮ সালের ফাইনালে হেরে যাওয়ার বিষয়টি তাঁর দলকে এবারের ফাইনালে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে ক্লপ বলেছেন, ‘‘না, সেটা নয়। এটা ঠিক যে আমাদের জন্য সেই রাতটা খুব কঠিন ছিল। সেই রাতের আবহ, আমরা যেভাবে গোলগুলো খেয়েছিলাম, আর মো’র (সালাহ) চোট পাওয়া, এগুলো মেনে নেওয়া খুব কঠিন ছিল। এখনও সেসব আমরা ভুলতে পারি না। ’’

আরও পড়ুন:Rajasthan Royals: ফাইনালে উঠে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন বাটলার

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...